বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : ক্যান্সার একটি মাত্র রোগ নয়, ২শ’র বেশি রোগ এর অন্তর্ভুক্ত। এতে মানুষের শরীরের কোষ নিজের সাথে বিদ্রোহ করে এবং নিয়মতান্ত্রিক ও অনিয়ন্ত্রিতভাবে শরীরের কোন এক স্থানে বাড়তে থাকে এবং মানুষের অজান্তেই ছড়িয়ে পড়ে শরীরের অন্য যেকোনো স্থানে।
গতকাল ছিল বিশ্ব ক্যান্সার দিবস। দিবসটি উপলক্ষে রাজধানীর উত্তরাস্থ আহ্ছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চিত্রনায়ক ফারুক। বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে তথ্য উপস্থাপন করেন আহ্ছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল (এএমসিজিএইচ)-এর সিনিয়র কন্সালটেন্ট অনকোলজী প্রফেসর ডা. এ. এম. এ. শরীফুল আলম। স্বাগত বক্তব্য রাখেন এএমসিজিএইচ মেডিকেল সার্ভিসেস’র পরিচালক প্রফেসর ডা. কামরুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আইইউবিএটি ইউনির্ভাসিটির ভিসি প্রফেসর ড. আব্দুর রব ও হার্ভার্ড ইউনির্ভাসিটির প্রফেসর ড. জাহিদুল ইসলাম।
বক্তারা বলেন, এক তৃতীয়াংশ ক্যান্সার প্রতিরোধযোগ্য। এক তৃতীয়াংশ ক্যান্সার নিরাময়যোগ্য যদি ঐ সমস্ত ক্যান্সারের নির্ণয় সূচনায় হয়। এছাড়া এক তৃতীয়াংশ অনিরাময়যোগ্য ক্যান্সার উপযুক্ত চিকিৎসার মাধ্যমে উপশম বা কষ্টমুক্ত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব । এদিকে দিবসটি উলক্ষে র্যালি ও আলোচনা সভা করেছে ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগ। সকাল সাড়ে ৮টায় কলেজের সামনে এ র্যালির আয়োজন করা হয়। এতে শিক্ষক চিকিৎসক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এছাড়া সকাল সাড়ে ৯টায় কলেজ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগের প্রধান অধ্যাপক ডা. ইসমত আরা হায়দার সভাপতিত্ব করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।