Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

৭ হাজার শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী প্রদান করা হবে

| প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : রাউজানের স্কুল ও মাদ্রাসার ৭ হাজার শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সমাজসেবী সংগঠন সেন্ট্রাল বয়েজ অব রাউজান। বয়েজের সভাপতি সাইদুল ইসলাম রোববার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে লিখিত বক্তব্যে জানান, আগামী ১২ ফেব্রæয়ারী হতে স্কুলে গিয়ে মাসব্যাপি রাউজানের ৭ হাজার গরীব ও অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হবে। এতে প্রাইমারী লেভেলের ৫ হাজার শিক্ষার্থী ও মাধ্যমিকের মাদ্রাসাসহ ২ হাজার শিক্ষার্থীকে এসব সামগ্রী প্রদান করা হবে। সংগঠনটির সাধারন সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব জানান সেন্ট্রাল বয়েজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্লামিংগো ট্যুরস এন্ড ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি ফরহাত গনি নয়নের আর্থিক সহযোগিতায় এসব সামগ্রী বিতরণের সিদ্ধান্ত নেয় সংগঠনটি। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, ৭ হাজার শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী প্রদানের সিদ্ধান্তটি শিক্ষাক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ