Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাড়াইলে বেহাল সড়ক

| প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

তাড়াইল (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা ঃ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার প্রায় ২ কিলোমিটার পাকা আঞ্চলিক সড়কে বেহাল অবস্থা বিরাজ করছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে জনগুরুত্বপূর্ণ ওই সড়কটি খানাখন্দে ভরে গেছে। ফলে, চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসিদের। ২ কিলোমিটার আঞ্চলিক সড়ক নন্দিপুর থেকে শাহবাগ চৌরাস্তা মোড় পর্যন্ত প্রায় সবটুকুর কার্পেটিং উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। সড়কটি এলকাবাসির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনরাত এ সড়ক দিয়ে বিভিন্ন যানবাহন মালামাল ও যাত্রি পরিবহন এমনকি তাড়াইল থেকে কম সময়ে কালিগঞ্জ বাজার হয়ে পার্শ্ববর্তী নান্দাইল উপজেলায় যাবার জন্যে জনগণ এ সড়কটি ব্যবহার করে থাকেন। স্থানীয়রা জানান, এলাকায় কৃষি ফসলাদী পরিবহন ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও সড়কটি যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এছাড়া এ সড়কটির মাঝে ভাটগাঁও মীর বাজার, শাহবাগ ভূইয়ার বাজার থাকায় প্রতিদিন হাজারও মানুষ চলাচল করে। এই জনগুরুত্বপূর্ণ সড়কটি দ্রæত পূনঃসংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এলাকাবাসী জোড় দাবী জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ