Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাষ্ট্রের তিন অঙ্গের সমন্বয়ের চেষ্টা করব -প্রধান বিচারপতি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

নব নিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, আইন, নির্বাহী ও বিচার বিভাগ রাষ্ট্রের এ তিন অঙ্গের মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি দেশ উন্নয়নের পথে অগ্রসর হতে পারে। যেখানে তিন অঙ্গের মধ্যে কাজের সমন্বয়ের অভাব থাকে, সেখানে উন্নয়ন ব্যাহত হবে। তিন অঙ্গের কাজের মধ্যে যেন সমন্বয় রক্ষা করা যায়, সে জন্য আমি সব সময় চেষ্টা করব। তিনি আরো বলেন, বিচারকদের সবচেয়ে বড় শক্তি সততা। তাঁর জবাবদিহির জায়গা হচ্ছে নিজের বিবেক।
গতকাল রোববার আপিল বিভাগের ১ নম্বর এজলাস কক্ষে প্রধান বিচারপতিকে দেয়া সংবর্ধনা দেয়ার সময় এসব কথা বলেন নব নিযুক্ত প্রধান বিচারপতি। অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। এসময় আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, আদালত সংশ্লিষ্ট কর্মকর্তা, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃবন্দরা ও সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।
বিচারপতি এস কে সিনহার সময়ে নির্বাহী বিভাগের সঙ্গে বিচার বিভাগের টানাপড়েন ছিল অন্যতম আলোচনার বিষয়। সবশেষ ষোঢ়শ সংশোধনী রায়ের পর নানা নাটকীয়তার মধ্যে বিচারপতি এস কে সিনহা গত অক্টোবরে ছুটি নিয়ে বিদেশে যান এবং পরের মাসে পদত্যাগপত্র পাঠিয়ে দেন। এরপর ৮৬ দিনের মাথায় নুতুন করে প্রধান বিচারপতি নিয়োগ দেয়া হয়।
কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, সুপ্রিম কোর্ট যেন সংবিধানের কাঠামোর মধ্যে থেকে সংবিধান অনুযায়ী তাঁর নিজ দায়িত্ব পালন করেন, সেটিও আমি নিশ্চিত করতে চেষ্টা করব। আমাদের এমনভাবে আদালতের ভাবমূর্তি গড়ে তুলতে হবে যেন আদালত প্রাঙ্গণে প্রবেশ করার সঙ্গে সঙ্গে শক্তিমান-দুর্বল, ধনী-গরিব, সকলের মধ্যে এই বিশ্বাস জন্মে যে তাঁরা সকলেই সমান। এবং আদালতের কাছ থেকে শুধু আইন অনুযায়ী তাঁরা ন্যায়বিচার পাবেন। এতে আদালতের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস দৃঢ় হবে।
তিনি আরো বলেন, বিচারকদের সবচেয়ে বড় শক্তি সততা। তাঁর জবাবদিহির জায়গা হচ্ছে নিজের বিবেক। সংবিধান ও দেশের আইন তাঁর একমাত্র অনুসরণীয়। শপথকে দৃঢ়ভাবে ধারণ করে কারও প্রতি অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে বিচারকাজ পরিচালনা করা হবে তাঁর দায়িত্ব। বিচারক যদি শুধু তাঁর শপথ অনুযায়ী বিচারকাজ পরিচালনা করেন, তাহলে তাঁর জন্য আলাদা অনুসরণীয় আচরণবিধির তেমন প্রয়োজন হয় না।
বিচারকদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, আমি আশা করব, আমার সহকর্মী সকল বিচারক সব সময় তাঁদের শপথের মূল বাণী হৃদয়ে প্রোথিত করে জনগণ ও মানবতার কল্যাণে সংবিধানকে সামনে রেখে বিচারকাজ পরিচালনা করবেন। আবার শুধু বিচার করলেই হবে না, এমনভাবে বিচার করতে হবে যেন সকল পক্ষই নিশ্চিতভাবে উপলব্ধি করতে পারে যে সুষ্ঠু ও নিশ্চিতভাবে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
এর আগে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে এলে রেজিস্ট্রার জেনারেল জাকির হোসেনসহ সুপ্রিম কোর্টের কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান। নতুন প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেয়া হয়। এতে আওয়ামী লীগ ও বিএনপি- দুই পন্থি আইনজীবীরাই প্রধান বিচারপতিকে অভিনন্দন জানাতে এ অনুষ্ঠানে যোগ দেন। শুরুতে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদিন বক্তব্য দেন। এরপর কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য দেন প্রধান বিচারপতি।
জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা
স্টাফ রিপোর্টার, সাভার :সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
গতকাল বিকেল চার টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সড়ক পথে সাভার জাতীয় স্মৃতিসৌধে এসে পৌছলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান স্থানীয় সংসদ সদস্য ডা.এনামুর রহমান ঢাকা জেলার অতিরিক্ত প্রশাসক (সার্বিক) মো: সাহেদুজ্জামান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জোয়ারদার তাবেদুন নবী, সাভার উপজেলা নির্বাহী কর্মকতা শেখ রাসেল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) খোরশেদ আলম।
পরে তিনি স্মৃতিসৌধের শহীদ বেদীতে শহীদদের স্বরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ও এক মিনিট নিড়বে দাড়িয়ে থাকেন। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান বিচারপতি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
তিনি পরিদর্শন বইতে লিখেন, জাতির জনক বঙ্গবন্ধুর আহŸানে সাড়া দিয়ে সাত কোটি বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল দেশ মাতৃকার সংগ্রামে। ৩০ লাখ তাজা প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে লাল সবুজের পতাকা।
‘বিন¤্র শ্রদ্ধায় স্মরণ করছি বীর শহীদদের মহান আত্মত্যাগকে। শহীদদের রেখে যাওয়া পতাকার মর্যাদা জীবন দিয়ে হলেও আমরা রক্ষা করবো।’ প্রধান বিচারপতির সাথে এসময় আপিল বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত; শনিবার দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বঙ্গভবনে তাকে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্টমো. আবদুল হামিদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধান বিচারপতি

২২ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ