Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলা রূপগঞ্জে মাদরাসা শিক্ষক বহিষ্কার

| প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাখিল পরিক্ষায় কেন্দ্রে দায়িত্বে অবহেলার কারনে ইসমাইল হোসেন নামে এক মাদ্রাসার শিক্ষককে বহিস্কার করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মাঝিনা মৌজার আহাম্মদিয়া ফাজিল মাদ্রাসায় ওই শিক্ষককে বহিস্কার করা হয়। বহিস্কৃত শিক্ষক ইসমাইল হোসেন গোবিন্দপুর দাখিল মাদ্রাসার শিক্ষক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, মাঝিনা মৌজার আহাম্মদিয়া ফাজিল মাদ্রাসায় আরবি দ্বিতীয় পত্র পরিক্ষা চলছিলো। এসময় শিক্ষক ইসমাইল হোসেনের বিরুদ্ধে দায়িত্ব অবহেলা করে পরিক্ষার্থীদের বিঘœ সৃষ্টি করার অভিযোগ উঠে। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাৎক্ষনিক শিক্ষক ইসমাইল হোসেনকে কেন্দ্র থেকে বহিস্কার করা হয়।
প্রসঙ্গত, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনের পরীক্ষায় রূপগঞ্জ উপজেলায় ১৩ টি কেন্দ্রে মোট ৫ হাজার ৪০৩ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেছে। এদের মধ্যে ছাত্র সংখ্যা ২ হাজার ৫১১ জন ও ছাত্রী সংখ্যা ২ হাজার ৮৯২ জন। ১ ফেব্রæয়ারী থেকে শুরু হয়ে আগামী ২৫ ফেব্রুয়ারী পর্যন্ত পরীক্ষা চলবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ