প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট: গত ২৬ জানুয়ারি ওপার বাংলার কিংবদন্তী অভিনেত্রী সুপ্রিয়া দেবী মৃত্যুবরণ করেছেন। মহানায়ক উত্তম কুমারের সাথে জুটি হয়ে তার অভিনীত কালজয়ী চলচ্চিত্র ‘চৌরঙ্গী’ নতুন করে নির্মিত হচ্ছে। নতুন এই চলচ্চিত্রে সুপ্রিয়া দেবী অভিনীত করবী গুহ চরিত্রে অভিনয় করবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। উত্তম কুমার অভিনীত ‘স্যাটা বোস’ চরিত্রে অভিনয় করবেন প্রসেনজিত। এছাড়াও অনিন্দ্য পাকড়াশি চরিত্রে যীশু সেনগুপ্ত, মিসেস পাকড়াশি চরিত্রে মমতা শঙ্কর, মার্কো পোলো চরিত্রে অঞ্জন দত্ত এবং শঙ্কর চরিত্রে অভিনয় করবেন আবির চট্টোপাধ্যায়। ১৯৬২ সালে শঙ্করের লেখা সর্বাধিক বিক্রিত উপন্যাস ‘চৌরঙ্গী’-ই নাকি সে সময় বাঙালি পাঠককে পাঁচতারা হোটেল প্রথম চিনিয়েছিল। চকচকে সেই হোটেলের পেছনে থাকা কিছু মানুষের নেপথ্য কাহিনী ছিল এই উপন্যাস। সেই সময়ের স্ক্যান্ডাল, হাই সোসাইটি গসিপ, এয়ার হোস্টেসদের জীবনের গল্প-শংকরের চোখ দিয়েই প্রথম জেনেছিল বাঙালি। সেই উপন্যাস অবলম্বনে ১৯৬৮ সালে নির্মিত হয়েছিল ‘চৌরঙ্গী’। নতুন করে চলচ্চিত্রটি নির্মাণ করছেন পরিচালক সৃজিত মুখার্জি। তবে নতুন নাম এখনো চূড়ান্ত হয়নি। আগামী জুন থেকে এ সিনেমাটির শূটিং শুরু হবে। জয়া আহসান বলেন, ‘এবারই প্রথম কোনো রিমেক সিনেমায় কাজ করতে যাচ্ছি। সুপ্রিয়া দেবী অভিনীত কোনো চরিত্রে কাজের সুযোগ পাওয়াটা আমার জন্য অনেক বেশি সম্মানের এবং গর্বের। যদিও শুনেছি মূল ‘চৌরঙ্গী’র নির্যাস নিয়ে এ সময়ের মত করে নির্মিত হবে সিনেমাটি। তারপরও একটি অসাধারণ ইউনিটের সঙ্গে দুর্দান্ত চিত্রনাট্যের একটি সিনেমায় কাজ করবো ভেবে ভীষণ ভালো লাগছে’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।