Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন ইউএনওর

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

খাবার পরিবেশনে অনিয়ম সহ নানা অভিযোগে মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে ইউএনও শেখ হাফিজুর রহমান সজল। গতকাল রোববার দুপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহাদি হোসেনকে সাথে নিয়ে তিনি উক্ত অভিযান পরিচালনা করেন। আর এসময় হাসপাতালের বাথরুমের নোংরা পরিবেশ সহ অন্যান্য অভিযোগের কথা শোনেন রোগি ও রোগিদের সাথে থাকা লোকজনের কাছ থেকে। তবে সবচে বড় যে অভিযোগ পাওয়াগেছে তা হল খাবার পরিবেশন নিয়ে। খাবার পরিবেশনের ঠিকাদারি প্রতিষ্ঠান জাহানারা এন্টার প্রাইজ সরকারী নিয়ম নীতির তোয়াক্কা না করে শুধু মাত্র লোক দেখানো খাবার সরবরাহ করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। আর এতে করে খাওয়ার অযোগ্য খাবার পরিবেশন করায় অনেক রোগি খাবার রাখছে না। ফলে খাবার না খেয়েও থাকছে অনেকে। আর সুস্থ্য হতে এসে আরো অসুস্থ্যও হচ্ছে বলে অভিযোগ রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ