Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীতাকুন্ডে অসহায় প্রতিবন্ধী পরিবারকে খতিয়ান বুঝিয়ে দিলেন এসিল্যান্ড

সীতাকুন্ড (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

সীতাকুন্ডে সোনাইছড়ি ইউনিয়নের বাসিন্দা অসহায় দৃষ্টি ও শারীরীক প্রতিবন্ধী এক পরিবারকে বিনা খরচে তাদের নামজারীকৃত খতিয়ান হাতে তোলে দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা। গতকাল রোববার সকাল ১০টার সময় উপজেলা ভূমি অফিসে প্রতিবন্ধী পরিবারকে এ নামজারি খতিয়ান বুঝিয়ে দেয়া হয়।
জানা যায়, উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকার বাসিন্দা অসহায় দৃষ্টি প্রতিবন্ধী মোঃ শাহাজানের পরিবারের মা ছালেহা বেগমসহ ৯ সদস্যের মধ্যে দুই ভাই ও দুই বোন দৃষ্টি ও শারীরীক প্রতিবন্ধী।অনেক কষ্টে চলছে তাদের সংসার। তাদের একমাত্র থাকার এ বসত ভিটা ছাড়া আর কোন জায়গা জমি নেই। গ্রামবাসীদের সহযোগীতায় ছোট্ট একটি পান দোকান দিয়ে কোন রকম সংসার চলে আসছে। তাদের একমাত্র সম্বল সাড়ে ৪ শতক জায়গার উপর গড়ে তোলা বসত ভিটা। গত দুইবছর ধরে অনেক চেষ্টা করেও টাকা না থাকায় একমাত্র ভিটাটুকু নামজারি খতিয়ান সৃজন করতে পারেনি তারা। কিন্তু সীতাকুÐ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুজ্জামান বিষয়টি শুনতে পেয়ে তা সরেজমিনে পরিদর্শন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ