Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঁচবিবিতে সড়াইল বাজারে অগ্নিকান্ড

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

জয়পুরহাটের পাঁচবিবিতে সড়াইল বাজারে অগ্নিকান্ডে ৩টি দোকান পুড়ে প্রায় ১০ লক্ষধিক টাকার মালামাল ভষ্মিভ‚ত হয়েছে। স্থানীয় লোকজন জানায়, গত শনিবার রাতে সড়াইল বাজারের হাবিবা হার্ডওয়্যার ও ইলেট্রনিক্সের দোকানে আগুনের সূত্রপাত ঘটে। সেখান থেকে স্টোর রুমে আগুন ছড়িয়ে পড়ে। স্টোররুমে দাহ্য পদার্থ থাকায় আগুনের লেলিহান শিখা ভয়াবহ রুপ ধারণ করে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ততোক্ষণে সব মালামাল পুড়ে ভষ্মিভ‚ত হয়। হাবিবা হার্ড ওয়্যার ও ইলিক্ট্রনিক্সের স্বত্তাধিকারী আব্দুল বারিক জানায়, হার্ডওয়্যারের জিনিসপত্র, টায়ার, টিউব, পেট্রোল, প্লাস্টিক সামগ্রী ও যন্ত্রাংশসহ প্রায় ১০ লক্ষাধীক টাকার মালামাল পুড়ে গেছে। এছাড়া অগ্নিকান্ডে পার্শ্ববর্তী নাসির হোমিও ওষুধের দোকানের প্রায় ৪০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে। ছাইদুর রহমানের কসমেটিক দোকানের মালামাল সরিয়ে নেয়ায় শুধু টিনের ছাউনি পুড়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ