Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণতন্ত্র গতিশীলে দরকার সাংবাদিকদের বলিষ্ঠ ভূমিকা ইনু

| প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


বগুড়া ব্যুরো : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গণমাধ্যম হলো গণতন্ত্রের পাহারাদার। গণমাধ্যম জনগনের কণ্ঠস্বর হবে, জাতির বিবেক হবে। কোন উস্কানীর অংশ হবে না। সবসময় নিরপেক্ষতা ও স্বাধীনতা বজায় রাখতে হবে। গণমাধ্যম একাত্তর ও নব্বইয়ের গণ আন্দালনের সময় যে ভূমিকা রেখেছিল বর্তমানে সে রকম ভূমিকা রাখা প্রয়োজন। গণতন্ত্র গতিশীল রাখতে সাংবাদিকদের বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। গতকাল শনিবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সা¤প্রদায়িকতার অন্ধকার থেকে বের করে দেশকে আলোর পথে নেয়ার কাজ চলছে। সাম্প্রদায়িকতার জঞ্জাল, সামরিক সরকারের জঞ্জাল আমাদের রাজনীতির উপর পড়ে আছে। সব জঞ্জাল পরিস্কার করতে হবে। গনতন্ত্রের জন্য যা যা ক্ষতিকারক তা অপসারণ করতে হবে। নির্ভেজাল গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। এই মুহুর্তের চ্যালেঞ্জ হলো সা¤প্রায়িক শক্তি, জঙ্গি সন্ত্রাস, আগুন সন্ত্রাসীদেরকে রাজনীতি থেকে বিদায় করা। দেশে জঙ্গিবাদ আগুন সন্ত্রাসের মদদদাতাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠতে হবে। দেশের মানুষ শান্তি চায়, আগুন সন্ত্রসীদের হাত থেকে রেহাই পেতে চায়। সেক্ষেত্রে গণমাধ্যম ও সাংবাদিকদের বলিষ্ঠ ভূমিকা প্রয়োজন।
তথ্যমন্ত্রী বগুড়া প্রেসক্লাবের ভবন নির্মাণের জন্য জায়গা বরাদ্দ দেয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। বক্তব্যকালে বগুড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন পত্রিকার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পরে তথ্যমন্ত্রী কøাবের ভবন নির্মাণের স্থান পরিদর্শন করেন। এছাড়া বিকেলে তিনি কাহালুর শেখাহারে জাসদের জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। সেখানে আরোও বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় সহ-সভাপতি আফরোজা হক রিমা, শফিউদ্দিন মোল্লাসহ জেলা উপজেলা ও নেতৃবৃন্দ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ