বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়া ব্যুরো : বাংলাদেশ মানবাধিকার কমিশনের (বিএইচআরসি) তিনজেলা নিয়ে বগুড়ায় আঞ্চলিক মানবাধিকার সম্মেলন গতকাল শনিবার বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলন সকালে বেলুন ও পায়রা উড়িয়ে এবং বিশে^র শান্তি কামনা করে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব ড.সাইফুল ইসলাম দিলদার। উদ্বোধনের পর একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।বগুড়া, জয়পুরহাট ও নওগাঁ জেলা নিয়ে গঠিত বগুড়া অঞ্চলের মানবাধিকার কমিশনের নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
বগুড়া অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী আলহাজ¦ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন কমিশনের বগুড়া জেলা শাখার সভাপতি আলহ¦াজ নুরুন নবী বুলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিশনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের গভর্নর সিকান্দার আলী জাহিদ, রাজশাহী বিভাগীয় গর্ভনর মো. আবুল হোসেন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি আক্তারুজ্জামান বাবুল, ঢাকা মিরপুর অঞ্চলের সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া মোল্লা, জয়পুরহাট জেলা শাখার সভাপতি নুরুল ইসলাম, নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক আরাফাত রহমান মুন। বিএইচআরসি বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক এম এম রুবেল এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শাখার নির্বাহী সভাপতি আলহাজ¦ আমিনুল হক, সিনিয়র সহ-সভাপতি জিয়া হাসান, সহ-সভাপতি আলহাজ¦ সাইফুল বারী ডাবলু, মীর্জা আহসানুল হক দুলাল প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।