বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, হতাশার মাঝেও আশার আলো দেখতে হবে। কিছু লোক আজ বিপদগামী হয়েছে। সন্তানদের সন্ত্রাসের কবল থেকে রক্ষা করতে হলে যোগাযোগ স্বাস্থ্যের সাথে সাথে সামাজিক স্বাস্থ্যের বিকাশে একযোগে কাজ করতে হবে। গতকাল (শনিবার) নগরভবনের কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এবং তরী ফাউন্ডেশন এইমসল্যাব, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে মৌখিকভাবে যোগাযোগে পিছিয়ে থাকা অটিজম ও এনডিডি বৈশিষ্ট্য শিশুদের যোগাযোগের দক্ষতা উন্নয়নে ডিজিটাল ডিভাইসের ব্যবহার শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মেয়র নাছির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল সারা বিশ্বের অটিষ্টিক শিশুদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে মৌখিকভাবে যোগাযোগ একটি গুরুত্বপূর্ণ বিষয়। যোগাযোগ বৈকল্য বিষয়ে শিক্ষা ও গবেষণা না হলে মানুষ ও সমাজের মাঝে উন্নতি সৃষ্টি করা যাবে না। যোগাযোগের উন্নতি না হলে সমাজ ও দেশ এগিয়ে যাবে না। অটিজম একটি ব্যক্তি সমস্যা। এ সমস্যা পরিবার, সমাজকে প্রভাবিত করে। শিক্ষকসহ সমাজের সকলের সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করার সুযোগ রয়েছে। যোগাযোগের মাধ্যমে মানুষ নিজেকে প্রকাশ করে। তাই উন্নত সমাজ ও দেশের জন্য কাজ করার আশাবাদ ব্যক্ত করেন মেয়র।
কর্মশালায় সভাপতিত্ব করেন নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি অধ্যাপক ডা. বাসনা মুহুরী। বিশেষ অতিথি ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও এইমস ল্যাব পরিচালক ড. খন্দকার আবদুল্লাহ আল মামুন, তরী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আশফাক উল কবির, মিসেস মারুফা হোসেন, সুজিত কুমার দত্ত, প্রকৌশলী বিপ্লব দাশ, প্রকৌশলী অসিম বড়–য়া, অধ্যক্ষ সোমা চক্রবর্তী, মাসিস আরা টগর, অধ্যক্ষ তাহমিনা জেরিন। দিনব্যাপী কর্মশালা পরিচালনা করেন প্রকৌশলী ঝুলন কুমার দাশ। কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে ‘বলতে চাই’ অটিজম বিষয়ক এ্যাপস প্রদর্শন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।