Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালপুরে আমগাছে মুকুলের দেখা

| প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের লালপুর উপজেলার বাড়ির আঙ্গিনা, রাস্তার ধার ও বাগানে আমের গাছে গাছে দেখা মিলেছে আগাম মুকুলের। পৌষ শেষ মাঘ মাসের শুরু। ঋতু পরিক্রমায় সময় না হলেও এ অসময়েই আমের গাছে গাছে দেখা দিয়েছে মুকুলের। দেশে আমের রাজধানী হিসেবে রাজশাহী ও চাপাইনবাবগঞ্জ বিখ্যাত হলেও নাটোর জেলাও এখন কোন অংশে কম নয়। এ জেলার কৃষক এখন বিভিন্ন জাতের আম বানিজ্যিকভাবে চাষ করছে। নাটোর জেলার উল্লেখযোগ্য জাতের আমগুলো হলো, ফজলি, নেংড়া, খিরসাপতি, হিমসাগর, আম্রপালি, লকনা অন্যতম। এসব আম লাভজনক হওয়ায় প্রতিবছর আমচাষ বৃদ্ধি পাচ্ছে। এ অঞ্চলের উৎপাদিত আম এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে রপ্তানি করে থাকে। সরকারি পৃষ্ঠপষোকতা পেলে এ অঞ্চলের আম দেশের বাইরেও রপ্তানি করা সম্ভব হবে বলে আশা করছেন এলাকার বাগানীরা। বাগান মালিক মোস্তফা কাউছার, আবুল হোসেন, প্রভাষক জয়নাল আবেদীন, সান্তুনু, সোহেল রানা জানান, আমের ফলন নির্ভর করে সম্পূর্ন আবহাওয়ার ওপর। এ বছরের শুরু হতে না হতেই বাগানে ও বাড়ির আঙ্গিনার গাছ গুলিতে দেখা মিলতে শুরু করেছে আমের মুকুলের। এতে বাগান মালিকরা চোখে রঙ্গিন স্বপ্ন দেখতে শুরু করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ