Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাবির দশম সমাবর্তন ২৪ মার্চ

| প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

রাবি রিপোর্টার : অবশেষে দীর্ঘ প্রতিক্ষা শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দশম সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৪ মার্চ এ সমাবর্তন অনুষ্ঠিত হবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ^বিদ্যালয় ভিসি প্রফেসর এম. আব্দুস সোবহান। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দশম সমাবর্তনের বিষয়ে আব্দুস সোবহান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন দায়িত্ব গ্রহণের পর দশম সমাবর্তন আয়োজনে পদক্ষেপ নেয়। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও প্রেসিডেন্টের সদয় সম্মতি চেয়ে চিঠি পাঠানো হয়। গত ১ জানুয়ারি প্রেসিডেন্ট তার প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রীকে সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করার নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আগামী ২৪ মার্চ সমাবর্তন অনুষ্ঠানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।’
নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয় ভিসি এম আব্দুস সোবাহানকে সভাপতি এবং রেজিস্ট্রার প্র. ড. এম আব্দুল বারীকে সদস্য সচিব করে একটি সমাবর্তন কমিটি গঠন করা হয়। গত ২৯ জানুয়ারি সমাবর্তন আয়োজন উপলক্ষ্যে নতুন গঠিত কমিটি প্রথম সভা করে। নির্ধারিত সময়ে সমাবর্তন সফল করতে ইতোমধ্যে কমিটি প্রস্তুতি শুরু করেছে। এ বিষয়ে জানতে চাইলে আনন্দ কুমার সাহা বলেন, ‘২৪ মার্চে সমাবর্তন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি শুরু করেছি। আশা করি সকলের সহযোগিতায় খুব ভালোভাবে সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন করা সম্ভব হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ