প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক: আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর ইত্যাদি’র খাগড়াছড়িতে ধারণকৃত পর্বটি পুনঃপ্রচার হবে। পার্বত্য জনগোষ্ঠী অধ্যুষিত খাগড়াছড়ির প্রাণকেন্দ্রে চারিদিকে পাহাড় বেষ্টিত চেঙ্গী গলফ এন্ড কান্ট্রি ক্লাব মাঠে এই পর্বটি ২০১৫ সালের ১৯ জানুয়ারি কয়েক হাজার দর্শক নিয়ে ধারণ করা হয়। বিষয় বৈচিত্রে ভরপুর ‘ইত্যাদি’র এই পর্বে রয়েছে বেশ কয়েকটি সামাজিক, শিক্ষামূলক ও অনুসন্ধানী প্রতিবেদন। রয়েছে শিক্ষানুরাগের এক জীবন্ত প্রতীক রিক্সাচালক মো. জাকের হোসেনের উপর একটি শিক্ষনীয় প্রতিবেদন। রয়েছে ভূমিহীন দিনমজুর সিদ্দিক গাজীর উপর একটি মানবিক প্রতিবেদন। যিনি চির সবুজ বকুল ফুলের গাছ লাগিয়ে সুরভিত করেছেন দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের বিস্তীর্ণ জায়গা। এছাড়াও রয়েছে সরকারি কর্মচারী মাগুরার এবিএম নজরুল ইসলামের নিষ্ঠা এবং কর্মনিষ্ঠার উপর একটি উদ্বুদ্ধকরণ প্রতিবেদন। যিনি তার দীর্ঘ কর্মজীবনে কোন অজুহাতেই কখনও কোন নিয়ম ভঙ্গ করেননি। রয়েছে পাহাড়ী কন্যা রাঙামাটি জেলার সাজেক ভ্যালীর উপর একটি চমৎকার তথ্য ভিত্তিক প্রতিবেদন। ইত্যাদিতে মুল গান রয়েছে একটি। বিভিন্ন জাতিসত্ত¡ার মধ্যে বন্ধন এবং আমাদের দেশের রূপ-বৈচিত্র বর্ণনা করে একটি দেশাত্মবোধক গান গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এ্যান্ড্রু কিশোর। খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান এর কথায় গানটিতে সুর দিয়েছেন আলী আকবর রূপু। এই পর্বে চাকমা-ত্রিপুরা-মারমা ও বাংলা ভাষায় গাওয়া একটি দেশের গানের সঙ্গে ব্যতিক্রমী একটি নাচে অংশগ্রহণ করেছেন প্রায় তিন শতাধিক স্থানীয় নৃত্যশিল্পী। রয়েছে মামা-ভাগ্নে, নানী-নাতি, চিঠিপত্র, দর্শক পর্বসহ বিভিন্ন সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কয়েকটি বিদ্রæপাত্মক নাট্যাংশ। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। একযোগে প্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে-এ। যথারীতি এবারও ‘ইত্যাদি’ স্পন্সর করেছে কেয়া কস্মেটিকস্ লিমিটেড।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।