Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধারাবাহিকে প্রথমবারের মতো জুটি হলেন জাহিদ হাসান ও শখ

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

অভি মঈনুদ্দীন: জাহিদ হাসান ও শখ অনেক নাটকে ও টেলিফিল্মে জুটি বেঁধে অভিনয় করেছেন। এই প্রথম তারা ধারাবাহিক নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন। নাটকের নাম ‘মিস্টার টেনশন’। নাম ভূমিকায় অভিনয় করছেন জাহিদ হাসান। আদিবাসী মিজানের নির্দেশনায় রাজধানীর অদূরে পূবাইলের একটি শূটিং বাড়িতে ‘মিস্টার টেনশন’র শূটিং শুরু হয়েছে। নাটকটির গল্প প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘নাটকের নাম ভূমিকায় অভিনয় করছি। মিস্টার টেনসন যেমন সবাইকে টেনশন দেয়, আবার সবার টেনশন নিজের মাথায় নিয়ে নেয়। মূলত মিস্টার টেনসনকে ঘিরেই নাটকের গল্প আবর্তিত হবে। তাকে ঘিরেই নাটকে বিভিন্ন সময়ে বিভিন্ন চরিত্রের আবির্ভাব হবে।’ জাহিদ হাসান বলেন, ‘গল্প এবং চরিত্র ভালো লাগায় কাজটি করছি। শখের সঙ্গে এর আগে বিভিন্ন নাটক টেলিফিল্ম এবং ঈদ ধারাবাহিকে অভিনয় করেছি। কিন্তু এবারই প্রথম আমরা একসঙ্গে ধারাবাহিকে অভিনয় করছি। শখতো আমাদের চোখের সামনেই বড় হয়েছে। ছোটবেলা থেকেই সে অভিনয়ে ভালো করার চেষ্টা করতো। এখন বেশ ভালো একজন অভিনেত্রী হয়ে উঠেছে। চরিত্র বুঝে অভিনয় করার চেষ্টা করে।’ শখ বলেন, ‘জাহিদ ভাই আমার প্রিয় অভিনেতাদের একজন। তিনি খুব ভালো মনের একজন মানুষ। সবচেয়ে বড় কথা হলো এতো বড় মাপের একজন অভিনেতা হয়েও তিনি স্বাভাবিক, সহজ, সরল। শূটিং-এর সময় তিনি এতো বেশি সহযোগিতা করেন যে শূটিং করছি এমনটা মনেই হয়না। কখন যে গল্প, আড্ডার মধ্যদিয়ে শুটিং শেষ হয়ে যায় টেই পাইনা। মিস্টার টেনশন সময়োপয়োগী গল্পের একটি একটি নাটক। আশা করি, দর্শকের ভালোলাগবে।’ মার্চ মাসে ধারাবাহিকটি এনটিভিতে প্রচার হবে বলে জানান জাহিদ হাসান। আপাতত ৫২ পর্ব নির্মিত হচ্ছে নাটকটি। এদিকে জাহিদ হাসান এরইমধ্যে শেষ করেছেন ফারুকী নির্দেশিত ‘শনিবারের বিকেল’ চলচ্চিত্রের শূটিং। এছাড়া শিগগিরই তিনি আশীষ রায়ের নির্দেশনায় ‘সিঁতারা’ চলচ্চিত্রের শূটিং শুরু করবেন। অন্যদিকে শখ শেষ করেছেন সাগর জাহানের চলতি ধারাবাহিক ‘ল্যাম্পপোস্ট’-এর শূটিং। এছাড়া একই পরিচালকের ‘ডি টুয়েন্টি’ ধারাবাহিকেও কাজ করছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ