Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

জাতীয় বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে সংবর্ধনা

| প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: একটা সত্যবাদী-যুক্তিশীল সুচিন্তিত নতুন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে দীর্ঘদিন যাবত অনুষ্ঠিত হয়ে আসছে বিতর্ক প্রতিযোগিতা ‘পাবলিক পার্লামেন্ট’। দেশের সার্বিক উন্নয়ন, গণতন্ত্রের সুরক্ষা, স্বাধীন মত প্রকাশ, আইনের শাসন, শুদ্ধ রাজনৈতিক চর্চা সহ সমাজের নানা অসঙ্গতির সমাধান খুঁজতে ছায়া সংসদের আদলে এই প্রতিযোগিতায় গত দুই দশকে দেশের সেরা স্কুল, কলেজ ও বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থরা অংশগ্রহণ করে আসছে। গত বছর (২০১৭) অনুষ্ঠিত এই বিতর্ক প্রতিযোগিতায় সরকারি ও বেসরকারি ৩২টি বিশ^বিদ্যালয় অংশগ্রহন করে। এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ‘ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’। রানার আপ ‘বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি’ এবং তৃতীয় স্থান অধিকার করে ‘প্রাইম ইউনিভার্সিটি’। জাতীয় এই বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, ফার্স্ট রানারআপ ও সেকেন্ড রানারআপ দলকে গত ১ ফেব্রুয়ারি তেজগাঁওস্থ বিএফডিসি’র ৮ নং ফ্লোরে অবস্থিত এটিএন বাংলা স্টুডিওতে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজ এর চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক কে. এম মহসীন, প্রাইম ইউনিভার্সিটি’র উপাচার্য ড. আব্দুস সোবাহান, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির উপ-উপাচার্য ড. আইয়ুব নবী খান, এটিএন বাংলার উপদেষ্টা নওয়াজীশ আলী খান ও উপদেষ্টা মীর মোঃ মোতাহার হাসান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাশিক আহমেদ প্রমুখ সহ বিভিন্ন বিশ^বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিতর্ক প্রতিযোগিতার সঞ্চালক ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ। অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও ট্রফি প্রদান করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ