Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

একুশে গ্রন্থমেলায় রিজভীর দুটি বই

| প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হচ্ছে অভিনেতা, গীতিকার, নাট্যকার ও সাংবাদিক রেজাউর রহমান রিজভীর দুটি বই। বই দুটি হলো, গল্পগ্রন্থ ‘আরেক বসন্তে’ ও গীতিকবিতা ‘আমার গানের খাতা’। ভিন্ন স্বাদের ৮টি গল্প নিয়ে ‘আরেক বসন্তে’ বইটি সাজানো হয়েছে। দোয়েল প্রকাশনীর এই বইতে প্রেম, বিরহ, অতিপ্রাকৃত ও হাস্যরসাত্মক গল্প সন্নিবেশিত রয়েছে। অন্যদিকে তারলেখা ৫০টি প্রকাশিত ও ৬টি প্রকাশিতব্য গানের কথা নিয়ে গ্রন্থ ‘আমার গানের খাতা’। আলোকবর্তিকা প্রকাশনীর এই বইতে প্রতিটি গানের সঙ্গে প্রাসঙ্গিক তথ্য সন্নিবিষ্ট হয়েছে, যা একজন পাঠককে গানের সঙ্গে পরিচিত হতে সাহায্য করবে। বই দুটি গ্রন্থমেলায় দোয়েল প্রকাশনীর ২৯৯ নং স্টলে মেলার ২য় সপ্তাহ থেকে পাওয়া যাবে বলে দোয়েল প্রকাশনীর তাপস কর্মকার জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ