রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বাংলাদেশ পেঁয়াজ রপ্তানিতে পেঁয়াজের রপ্তানি মূল্য আবারো কমালো ভারত। এই ঘোষনার মাধ্যমে পেঁয়াজের নির্ধারীরত রপ্তানী মুল্য তুলে নেয়া হলো। এখন থেকে মোকামে ক্রয়কৃত মুল্যেই পেঁয়াজ রপ্তানী করবে ভারত। এসংক্রান্ত একটি ফ্যক্সবার্তা শুক্রবার রাতে ভারতের হিলি কাষ্টমসে এসে পৌঁছেছে বলে জানিয়েছেন হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানী কারকরা। ভারতের বাজারে পেঁয়াজের সরবরাহ বেড়ে যাওয়াই এই সিদ্ধান্ত নেয় হয়েছে বলে জানিয়েছেন তারা।গতকাল রোববার থেকে নতুন মুল্যে হিলি স্থলবন্দর দিয়ে দেশে পেঁয়াজ আমদানি শুরু হবে বলে জানিয়েছেন বন্দরের ব্যবসায়ী হারুন উর রশিদ হারুন । এর ফলে দেশের বাজারে পেয়াজের দাম কমে আসবে বলে মনে করছেন তিনি।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমাদানি কারক নাজমুল হক চৌধুরী জানান, বন্যর কারণে ভারতে পেঁয়াজের সংকট দেখা দেয়ায় এবং পেঁয়াজ রপ্তানিতে সেদেশের ব্যবসায়ীদের নিরুৎসাহিত করতে গত ২৩ নভেম্বর পেঁয়াজের রপ্তানি মূল্য প্রতি মেট্রিক টন ৮৫২ মার্কিন ডলার নির্ধারণ করেছিলো ভারত। গত ২০ জানুয়ারী তা কমিয়ে ৭০২ মার্কিন ডলার নির্ধারণ করে। এর দুই সপ্তাগের ব্যবধানে তা ও তুলে নেয়া হলো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।