Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারের টপ মোস্ট প্রায়োরিটি হচ্ছে মামলা দ্রুত নিষ্পত্তি করা : জেলা ও দায়রা জজ

কুমিল্লা থেকে সাদিক মামুন | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ বেগম জেসমিন আরা বেগম বলেছেন সরকারের টপ মোষ্ট প্রায়োরিটি হচ্ছে লিগ্যাল এইডের মামলাগুলো দ্রুতগতিতে নিষ্পত্তি করা। লিগ্যাল এইডের মামলা পরিচালন কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখতে হবে। কেননা আর্থিক অসচ্ছল, অসহায়-দরিদ্র বা সুবিধাবঞ্চিত বিচারপ্রার্থীরা এই মামলাগুলোর সাথে জড়িত। এই বিষয়গুলো মাথায় রেখে আমাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে মামলাগুলো নিষ্পত্তি করতে হবে। 

কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের এজলাস কক্ষে বুধবার বিকেলে অনুষ্ঠিত জেলা লিগ্যাল এইড কমিটির ৫৪তম মাসিক সভায় তিনি সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সচিব ড. মোঃ শামসুল আরেফিন, আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও জেআরসিপি প্রকল্পের এনপিডি মোস্তাফিজুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও আইআরএসওপি প্রকল্পের এনপিডি শাহ মো. ইমদাদুল হক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) আজিজ আহমদ ভূঞা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব বেগম শাহিন ইসলাম, জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহাংগীর আলম, পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (পিএন্ডআর) মো. আব্দুর রাজ্জাক, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, কারা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক মোহাম্মদ তৌহিদুল ইসলাম, কুমিল্লার সিনিয়র জেল সুপার জাহানারা বেগম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ইসমাইল, পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান লিটন, নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি ছিদ্দিকুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জনাব সৈয়দ নুরুর রহমান প্রমুখ।
সভায় কুমিল্লা জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) ফারহানা লোকমান আইনগত সহায়তা কার্যক্রমের তথ্যভিত্তিক প্রতিবেদন উপস্থাপন করে জানান বিগত বছরগুলোর তুলনায় ২০১৭ সালে সরকারি আইনগত সহায়তা কার্যক্রম প্রায় দ্বিগুন হারে বৃদ্ধি পেয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ