বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : হাইকোর্টের আদেশ অমান্য করে কাজী নিয়োগ করায় আইন বিচার ও সংসদ বিষয়ক সচিব, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকসহ ১২ জনের বিরুদ্ধে আদালত অসম্মান করার নোটিশ দেয়া হয়েছে। এ সংক্রন্তে আদালতে মামল ও হয়েছে। সুপ্রীম কোর্টের হাইকোট ডিভিশনের আইনজীবি বাকিরউদ্দিন ভূইয়া এ নোটিশ প্রদান করে। এতে আইন বিচার ও সংসদ বিষয়ক সচিব মোঃ সালেহ শেখ মোঃ জহিরুল হক, রেজিস্ট্রেশন কর্মকর্তা মোঃ ফজলুল বারী, আইজিআর আব্দুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, আইন ও বিচার বিভাগের বিচার সর্ম্পকীয় উইং-(৭) এর সিনিয়র সহকারী সম্পাদক মোঃ আনোয়ারুল হক, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইশরাত, ব্রাহ্মণবাড়িয়া জেলা রেজিষ্ট্রার মোঃ আনোয়ারুল হকসহ সংশ্লিষ্ট ১২ জনকে নোটিশ দেয়া হয়। গত ১৮ জানুয়ারী এ সংক্রান্ত নোটিশ প্রদান করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের নিকাহ রেজিষ্টার নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে হাইকোর্ট বিভাগ ২০১৩ সালের ১৭ নভেম্বর একটি রিট দরখাস্তের আলোকে ওই ইউনিয়নের নিকাহ রেজিষ্টার নিয়োগ সংক্রান্তে স্থগিতাদেশ প্রদান করে। গত বছর ৩১ অক্টোবর এর মেয়াদ বৃদ্ধি করা হয় আরো ৬ মাস। অথচ ওই ইউনিয়নের মোঃ জমসেদ আলী, পিতা মোঃ জাবেদ আলী গ্রাম রসুলপুর, চুন্টাকে গত বছরের ১৪ নভেম্বর সংশ্লিষ্ট কর্মকর্তারা এই ইউনিয়নের বিবাহ ও তালাক নিবন্ধনের ক্ষমতা প্রদান করে। এ ঘটনায় উল্লেখিতদের আদালত অবমাননার নোটিশ প্রদান করা হয়। মহামান্য সুপ্রীম কোর্ট হাইকোর্ট ডিভিশনের আইনজীবি বাকিরউদ্দিন ভূইয়া জানান, হাইকোর্ট ডিভিশন ৬ মাস স্থগিতাদেশ বৃদ্ধি করায় ২০১৮ সালের ১ এপ্রিল পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকার কথা। আদালতের নির্দেশ না মানয় আদলত অমাননার কারনে এ সংক্রান্ত একটি মামলা হয়েছে। মামলা নং ৫০/২০১৮ কনটেম্প।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।