Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লক্ষ্মীপুর জেলা শিক্ষা অফিসের ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

| প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ল²ীপুর সংবাদদাতা : ল²ীপুর জেলা শিক্ষা অফিসের ডাটা এন্ট্রি অপারেটর আবুল হোসেনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এ বিষয়ে একটি অভিযোগে গতকাল মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে,অনলাইন এম পি ও প্রার্থী শিক্ষকদের হয়রানী, প্রশিক্ষণ উপকরণ অর্থ আতœসাত, ল্যাবের কম্পিউটারের দামি যন্ত্রপাতি বিত্রিæসহ অফিসের রুম দখল করে ভাড়া পরিশোধ না করে তিন বছর যাবত আবাসিক হিসেবে ব্যবহার করে আসছে আবুল হোসেন। বর্তমান ডিজিটাল যুগে শিক্ষকদের সকল এমপিও ভূক্তি অনলাইন আবেদনের মাধ্যমে জেলা শিক্ষা অফিসের থেকে করা হয়। এ সুবাদে সে শিক্ষকদের ডেকে এনে মোটা অংকের টাকা নিয়ে আবেদন প্রেরন করে। সম্প্রতি সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের অর্থে জেলা শিক্ষা অফিসের তত্বাবধানে ল²ীপুর আর্দশ সামাদ সরকারী উচ্চ বিদ্যালয়ে টিচার্স ক্যারিকুলাম গাইড (টিসিজি) প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে চার ব্যাচে ৮০০ জন শিক্ষক অংশগ্রহণ করে।
জেলা শিক্ষা অফিসের পক্ষে প্রশিক্ষণ উপকরন ত্রæয়সহ প্রশিক্ষন পরিচালনা করতে গিয়ে নিন্মমানের সামগ্রি দিয়ে আবুল হোসেন বিভিন্ন খাত থেকে ১ লাখ ১২ হাজার টাকা আতœসাত করে নেয়। এর সাথে আরো কয়েকজন অফিসার জড়িত আছেন বলে অভিযোগ রয়েছে। জেলা শিক্ষা অফিসের কম্পিউটার ল্যাবের জন্য বিভিন্ন প্রকল্পের থেকে সরর্বরাহ কৃত কম্পিউটারের ১/২টি সচল রেখে অন্যনান্য কম্পিউটারের দামী পার্স গুলো বিত্রিæত টাকা আতœসাত করে।
এ সব অভিযোগের বিষয়ে আবুল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার কওে ঘটনার সাথে জড়িত নয় বলে জানান। তবে ভূক্তভোগী শিক্ষকরা উপরোক্ত বিষয়ে দ্রæত তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়ার দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ