Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী না -হানিফ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৮, ৬:৫৪ পিএম

বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, ‘বিএনপির সাম্প্রতিক কর্মকাণ্ড প্রমাণ করেছে তারা সন্ত্রাসী দল। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী না, বিএনপি উগ্র, জঙ্গি, মৌলবাদী সংগঠনের দিকে ধাবিত হচ্ছে।’

শুক্রবার (২ ফেব্রুয়ারি) কুষ্টিয়া ইসলামিয়া কলেজ চত্বরে প্রথম স্বাধীনতা পতাকা উত্তোলনকারীদের সন্মাননা ও কলেজের রহিমা-আফছার একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন ‘বাংলাদেশের জনগন বর্তমান সরকারের অধীনে অনেক নির্বাচনে অংশ গ্রহণ করেছে। প্রত্যেকটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। এতে প্রমাণিত হয়েছে বর্তমান সরকারের সহায়তায় নির্বাচন কমিশন যেকোন নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সক্ষম। ফলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি অযৌক্তিক।

‘৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের প্রেক্ষাপট জানতে হবে’- মন্তব্য করে আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিলো, ভোট ডাকাতি করেছিলো। তাই তাদের বিরুদ্ধে সারাদেশের জনগণ আন্দোলন করেছিলো। তাই বাধ্য হয়ে বিকল্প হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করা হয়েছিলো।

কুষ্টিয়া ইসলামিয়া কলেজের গভর্নিং বডির সভাপতি মুহম্মদ শামসুর রহমান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

এসময় কুষ্টিয়া পুলিশ সুপার এস,এম মেহেদী হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হানিফ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ