পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বর্তমান সরকার মিডিয়ার স্বাধীনতায় বিশ্বাসী করে বলেই মিডিয়াগুলো স্বাধীনভাবে তাদেও মত প্রকাশ করতে পারছে।
তিনি বলেন, সংবাদ মাধ্যমে সরকারের ভুল ত্রুটি প্রকাশের পাশাপাশি সরকারের ভাল কাজ এবং উন্নয়নের কথাও তুলে ধরতে হবে। মোহাম্মদ নাসিম বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার, গণমানুষের সরকার। প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার বইছে। কিন্তু এগুলো কোন কোন মহলের চোখে পড়েনা। মিডিয়াকে নিরপেক্ষভাবে সরকারে সমালোচনার পাশাপাশি এসব উন্নয়ন সংবাদ তুলে ধরতে হবে। তিনি শুক্রবার সকালে পাবনা প্রেস ক্লাবে দৈনিক যুগান্তরের ১৯ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। যুগান্তর স্বজন সমাবেশ এর সভাপতি ও পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা-২ আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুগান্তর এবং চ্যানেল আই এর পাবনা প্রতিনিধি আখতারুজ্জামান আখতার। পরে কেক কেটে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এর আগে শহরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। শোভাযাত্রাটি পাবনা প্রেস ক্লাব চত্বর থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আবার প্রেস ক্লাবে এসে শেষ হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।