বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : টেস্ট পরীক্ষাও দেয়া হয়েছে। ফরম ফিলআপের জন্য বাবা-মার কাছ থেকে টাকাও নেয়া হয়েছে। কিন্তু এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার জন্য স্কুল কর্তৃপক্ষ নির্বাচিত করেনি। বিষয়টি এতদিন মা-বাবার কাছ থেকে লুকিয়ে রাখা হয়। দরিদ্র মা-বাবার কাছ থেকে টাকা নিয়েও টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে এসএসসি পরীক্ষায় বসতে না পারায় পরীক্ষার আগের রাতেই আত্মহত্যা করেন নাসরিন আক্তার (১৮)। গতকাল (বৃহস্পতিবার) সকালে সহপাঠীরা যখন দলবেঁধে পরীক্ষার হলে ছুটছিল তখন নাসরিনের লাশ নেয়া হচ্ছিল হাসপাতালের মর্গে। ঘটনাটি ঘটে বন্দরনগরীর বায়েজিদ বোস্তামী থানার কুঞ্জছায়া আবাসিক এলাকায়।
ওই এলাকার দুই নম্বর সড়কের জসিমের কলোনির ভাড়াটিয়া নাসির হাওলাদারের মেয়ে নাসরিন। দিনমজুর নাসিরের বাড়ি বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলায়। নাসরিনের মা পেশায় পোশাক কর্মী। অভাব-অনটনের সংসার, তবুও মেয়ের পড়ালেখা চালিয়ে যাচ্ছিলেন এ দম্পতি। পুলিশ জানায়, মোহাম্মদনগর এলাকার একটি স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল তার। স্কুলের শিক্ষক এবং সহপাঠীদের কাছ থেকে জানা যায় নাসরিন টেস্ট পরীক্ষায় তিন বিষয়ে ফেল করেছিল। এজন্য স্কুল কর্তৃপক্ষ তাকে এসএসসি পরীক্ষা দেওয়ার অনুমতি দেয়নি।
কিন্তু ফরম ফিলআপের জন্য সে বাসা থেকে টাকা নিয়েছিল। পরীক্ষা দিতে পারবে না এ কথাটি সে তার বাবা-মাকে বলেনি। আর এ কারণে পরীক্ষার আগের রাতেই সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে ধারণা পুলিশের। নগর পুলিশের সহকারী কমিশনার সোহেল রানা বলেন, নাসরিনের সহপাঠী ও বাবা-মায়ের সাথে কথা বলে আমরা নিশ্চিত হয়েছি সে টেস্টে ফেল করেছে এ কথা বাবা-মাকে জানাতে পারেনি। আবার পরীক্ষাও দিতে পারছে না সেটা সে কিভাবে বলবে তা নিয়ে দুশ্চিন্তায় ছিল। বুধবার রাত ১০টায় গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে সে। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।