বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কাঠালিয়া (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : ঝালকাঠির কাঠালিয়ার বিষখালী নদীতে ডুবে যাওয়া কার্গোর শ্রমিকের লাশ গতকাল বৃহস্পতিবার দুপুরে উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর (খুলনা নৌ অঞ্চল) লে. কমান্ডার মোখলেছুর রহমানের নেতৃত্বে ১১ সদস্যের একটি উদ্ধারকারী দল এ অভিযান পরিচালনা করেন। তবে কার্গোটি এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। লাশ পাওয়ার এমন খবরে সকাল থেকে নিখোঁজ শ্রমিক পান্নু মিয়া ও হাসানের স্বজন এবং স্থানীয় শতশত উৎসুক জনতা বিষখালী নদীর তীরে উপস্থিত হয়। পান্নু মিয়া রাজাপুরের বাদুরতলা এবং হাসান ভোলার লালমোহন উপজেলার পুর্ব আশুলি গ্রামের মো. ইয়াসিন মিয়ার পুত্র গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার রাত ৫টায় বিষখালী নদীর কাঠালিয়া উপজেলার মশাবুনিয়া লঞ্চঘাট এলাকায় ১৬৬০ বস্তা সিমেন্ট ভর্তি নোঙর করা একটি কার্গোকে বরগুনাগামী যাত্রীবাহী লঞ্চ এম ভি পূবালী-১ ধাক্কা দিলে কার্গোটি ডুবে যায় এবং চালক পান্নু মিয়া (২৮)ও বাবুর্চি হাসান (২৫) নিখোঁজ হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।