Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিনাজপুর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে ৫২১ জন অনুপস্থিত

| প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

দিনাজপুর অফিস : দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে গতকাল বৃহস্পতিবার এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিন অনুপস্থিত ছিলেন ৫২১ জন পরীক্ষার্থী। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় প্রথম দিন বাংলা ১ম পত্রে ১ লাখ ৬৭ হাজার ৪০৭ জন পরীক্ষার্থী অংশ নেন। রংপুর বিভাগের ৮টি জেলার ২৬০টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু বকর সিদ্দিক ও পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ তোফাজ্জুর রহমানসহ বোর্ডের কর্মকর্তাগণ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। জেলা প্রশাসক মীর খায়রুল আলম ও পুলিশ সুপার মোঃ হামিদুল আলম দিনাজপুরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। প্রথমদিনে কোন পরীক্ষার্থী বহিস্কার হননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ