বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহ সদর উপজেলার নাথকুন্ডু ও বাথপুকুরিয়া গ্রামের তিন বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা গত বুধবার মধ্যরাতে তিন বাড়িতে প্রবেশ করে নগদ টাকা, দামী মোবাইল ও সোনার গহনাসহ আনুমানিক তিন লাখ টাকা মুল্যের জিনিস নিয়ে যায়। নাথকুন্ডু গ্রামের আবু বকর অভিযোগ করেন, রাতে দা ও ছুরি নিয়ে মুখোশধারী দুর্বৃত্তরা তার ঘরে প্রবেশ করে। এ সময় তারা ঘর থেকে নগদ ৫০ হাজার টাকা, সোনার গহনা ও ৪/৫টি মোবাইল নিয়ে যায়। নাথকুন্ডু গ্রামের শেফালী খাতুন জানান, তার স্বামী ইদ্রিস আলী বিদেশ থাকে। দুর্বৃত্তরা গেটের দরজা ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে বাড়ির সবাইকে বেধে ফেলে। এরপর তারা ঘরের আলমিরা তছনছ করে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে যায়। একই ভাবে নাথকুন্ডু গ্রামের উমেদ আলীর বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা টাকা ও সোনার গহনা নিয়ে গেছে বলে গ্রামবাসি জানায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।