বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিশেষ সংবাদদাতা : ভাতের চাল বেশি দেয়ার অভিযোগ তুলে হাড়ির গরম পানি ছুড়ে মেরে ঝলসে দেয়া হয়েছে শিশু গৃহকর্মীর দেহ। রাজধানীর শ্যামপুরে গতকাল বৃহস্পতিবার দুপুরে ১২ বছরের মেয়েটিকে এই নির্যাতনের পর গৃহকর্ত্রী মারিয়া সুলতানাকে গ্রেফতার করেছে পুলিশ। গুরুত্ব আহত শিশুটিকে এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে তার বাঁ হাত ঝলসে গেছে। গলায় রয়েছে ক্ষতচিহ্ন, যা এই গৃহকর্ত্রীর নির্যাতনে হয়েছে বলে মেয়েটি জানিয়েছে। শ্যামপুরের নতুন আলী বহরের বিক্রমপুর হাউজিংয়ের একটি ভবনের ছয় তলায় থাকেন তৌহিদুল ইসলাম ও মারিয়া দম্পতি। তাদের দুই বছরের এক সন্তান রয়েছে। তৌহিদুল একটি বেসরকারি প্রতিষ্ঠানে হিসাব বিভাগে চাকরি করেন। মেয়েটি ওই বাসায় কাজ করতো। কদমতলী থানার ওসি আব্দুল জলিল জানিয়েছেন, মাস ছয়েক আগে এক স্বজনের মাধ্যমে ওই বাসায় গৃহকর্মীর কাজ নেয় মেয়েটি। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরবের লালকুটিতে। কাজে ভুলের অজুহাত তুলে মারিয়া প্রায়ই তাকে মারধর করত। দুপুরে ভাত রান্নার সময় বেশি চাল দেওয়ার অজুহাত তুলে ভাতের হাঁড়ির গরম পানি তার গায়ে ছুড়ে মারে। এতে তার হাতসহ শরীরের কয়েক জায়গা ঝলসে গেছে। মেয়েটির চিৎকার শুনে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেয় বলে জানান তিনি। ওই মহিলার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।