Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রবেশপত্র না পাওয়ায় এসএসসি পরীক্ষা দিতে পারেনি অর্ধশতাধিক বিক্ষোভ, সড়ক অবরোধ : প্রধান শিক্ষক পলাতক

| প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা ঃ গফরগাঁও উপজেলায় প্রবেশপত্র না পাওয়ায় অর্ধশতাধিক পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা-২০১৮ দিতে পারেনি। এ ঘটনায় প্রধান শিক্ষক পলাতক রয়েছে। নিয়ম অনুয়ারী পরীক্ষার এক সপ্তাহ পূর্বে প্রবেশপত্র ও রেজিস্টেশনকার্ড পরীক্ষার্থীরা পাওয়ার কথা থাকলেও গফরগাঁও উপজেলার ৪নং সালটিয়া ইউনিয়নের রৌহা উচ্চ বিদ্যালয়ের অর্ধশতাধিক পরীক্ষার্থী প্রবেশপত্র পায়নি। প্রবেশপত্র না পাওয়ায় গতকাল বৃহস্পতিবার প্রথম দিনের এস.এস.সি পরীক্ষা দিতে না পেরে পরীক্ষার্থীদের কান্নায় আশপাশের পরিবেশ ভারী হয়ে উঠে। এক পর্যায়ে বিক্ষুদ্ধ হয়ে পরীক্ষার্থীরা গফরগাঁও সরকারি কলেজের সামনের সড়ক অবরোধ করে রাখে। পরে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ শামীম রহমান তাদেরকে বিচারের আশ^াস দিলে তারা অবরোধ তুলে নেয়। পরে দুপুর ১২ দিকে পরীক্ষার্থীরা রৌহা উচ্চ বিদ্যালয় ভাঙচুর করার চেষ্টা চালালে ওই প্রধান শিক্ষকের ভাড়াটে মাস্তানরা পরীক্ষার্থীদের মারধর করে। তবে প্রধান শিক্ষক মারুফ আহমেদ গত বুধবার রাত থেকে পলাতক রয়েছে বলে জানা গেছে। ফলে পরীক্ষার আগের দিন বুধবার রাতভর ওইসব পরীক্ষার্থীরা প্রবেশপত্র পাওয়ার আশায় গফরগাঁও থানা ও রৌহা উচ্চ বিদ্যালয়ে দৌড়ঝাপ করে। আবার অনেক শিক্ষার্থী দুঃচিন্তা নিয়ে বিদ্যালয়ের আঙ্গিনায় রাত কাটিয়েছেন। প্রবেশপত্র না পাওয়ায় দুঃচিন্তায় নির্ঘূম রাত কাটিয়েছেন অনেক অভিভাবকরাও।
জানা গেছে, গফরগাঁও উপজেলার ৪নং সালটিয়া ইউনিয়নের রৌহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফ আহমেদ তার বিদ্যালয় থেকে উথুরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৬ জনসহ বিভিন্ন বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী চলতি এসএসসি পরীক্ষার্থীর ফরম পূরণ করে। ফরম পূরণ বাবদ প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ২ হাজার ৫০০ টাকা করে নেয়া হয় । কিন্তু উথুরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৬জন পরীক্ষার্থীসহ কেনো পরীক্ষার্থীর প্রবেশপত্র আসেনি। রৌহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফ আহমেদের ফোনটি বন্ধ পাওয়া যায়।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন স্থানীয় সাংবাদিকদের জানান, প্রতি বছরই ওই প্রধান শিক্ষক এই অপকর্মটা করে থাকেন। ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ শামীম রহমান বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। পাশাপাশি থানায় মামলা দায়ের করতে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের পরামর্শ দেয়া হয়েছে।



 

Show all comments
  • ALIM ২ ফেব্রুয়ারি, ২০১৮, ৬:৩৫ এএম says : 0
    “ এদের কি হবে ? এই সমস্যার সমাধান কে দিবে ?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ