Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ

| প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আখাউড়া উত্তর ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান ভূঁইয়া স্বপনও তার ভাইসহ ৫ জনের নাম উল্লেখ করে বুধবার রাতে আখাউড়া রেলওয়ে থানা ও আখাউড়া বেঙ্গল থানায় লিখিত অভিযোগ দিয়েছে রেলওয়ে মুক্ত স্কাউট গ্রæপের সাধারণ সম্পাদক ইয়াছির আরাফত।
থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, আজমপুর রেলওয়ে মুক্ত স্কাউট গ্রæপ ১৯৯৪ সনে লীজ এনে আজমপুর রেলওয়ে স্টেশন হতে আজমপুর বাজার পর্যন্ত প্রায় ৫০০ ফুট পাকা রাস্তার পাশে কাঠাল গাছসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করে। গাছগুলি বর্তমানে অনেক বড় এবং মূল্যবান হয়েছে। কিন্তু ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান ভূইয়া স্বপন প্রায়ই ওই এলাকা থেকে গাছ কেটে নিয়ে যায়। এভাবে বিভিন্ন সময়ে ১০/১২টি গাছ কেটে নিয়েছে। গত বুধবার সন্ধ্যায় আজমপুর স্টেশনের কাছে একটি গাছ কাটার সময় খবর পেয়ে স্কাউট গ্রæপের সাধারণ সম্পাদক ইয়াছির আরাফত জুয়েলসহ অন্যরা গিয়ে চেয়ারম্যান আব্দুল হান্নানকে গাছ কাটায় বাধা দেয়। কিন্তু ওই চেয়ারম্যান স্কাউটের সদস্যদের সাথে খারাপ আচরণ করে জোরপূর্বক একটি বড় কড়ই গাছ কেটে নিয়ে যান। গতকাল বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে আজমপুর স্টেশন এলাকায় গেলে রামধননগরের বাসিন্দা আমানত খান বলেন, স্বপন চেয়ারম্যান অতীতেও রেলের অনেক বড় বড় গাছ কেটে নিয়ে গেছেন। স্টেশন এলাকার বাসিন্দা সোহাগ মিয়া বলেন, রেলওয়ের জায়গায় আমাদের ২৭টি লিচু গাছ ছিল। চেয়ারম্যান গাছ গুলো কেটে ফেলেছে। কিছু গাছ আমাদেরকে দিয়ে বড় বড় গাছগুলো নিয়ে গেছে।
এ ব্যাপারে আখাউড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান ভূঁইয়া স্বপন বলেন, আজমপুর রেলওয়ে স্টেশনের উন্নয়ন কাজের সুবিধার্থে একটি গাছ কেটেছি। এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল কান্তি দাস বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু গাছের অবস্থান রেলওয়ে থানার আওতার বাহিরে হওয়ায় এ ব্যাপারে আমাদের কিছু করার নাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ