Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঁচ শতাধিক যাত্রী নিয়ে পিএস অস্ট্রিচ ডুবোচড়ে আটকা

| প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বরিশাল ব্যুরো : পাঁচ শতাধিক যাত্রী বোঝাই ঢাকা থেকে বরিশাল-খুলনা রুটের বিআইডবিøটিসি’র রকেট স্টিমার সার্ভিসের ‘পিএস অস্ট্রিচ’ জাহাজ গতকাল প্রত্যুষে চরমোনাইর কাছে ডুবো চড়ায় আটকা পড়েছে। দিনভর চেষ্টা করেও গতরাত ৮টা পর্যন্ত নৌযানটি উদ্ধার করা সম্ভব হয়নি। বরিশাল, ঝালকাঠী, পিরোজপুর ও বাগেরহাটের যাত্রীগন নিজস্ব ব্যবস্থাপনায় নৌযান ত্যাগ কের গšতব্যে রওয়ানা হলেও খুলনার যাত্রীরা নৌযানটিতেই অবস্থান করছিল। আটকে পড়া যাত্রীদের উদ্ধোরেও কোন ব্যবস্থা গ্রহন করেনি।
দীর্ঘদিন ধরেই জনবল সংকটে সংস্থাটির নির্ভরযোগ্য এ নৌযানটি চলাচল ব্যাহত হচ্ছিল। বুধবার ঢাকা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টায় পিএস অষ্ট্রিচ বরিশাল হয়ে খুলনার উদ্যেশ্যে ছাড়ার কথা থাকলেও দ্বিতীয় কাপ্তেন অনুপস্থিত থাকায় এর যাত্রা দু ঘন্টা বিলম্ব হয়। অন্য জাহাজ থেকে বিকল্প কাপ্তেন যোগার করে রাত ৮টার পরে ঢাকার সদর ঘাট থেকে রওয়ানা হয় নৌযানটি। গতকাল প্রতুষে মাঝারী কুয়াশায় বরিশাল বন্দরের প্রায় ৫ কিলোমিটার দুরে চরমোনাই এলাকায় অস্ট্রিচ নোঙর ফেলে। সকাল সাড়ে ৬টার দিকে নোঙর তুলে বরিশালের উদ্যেশ্যে যাত্রা করার পর পরই নৌযানটি চরমোনাই দরবার শরিফের বিপরিত দিকে কির্তনখোলা নদীর ডুবোচড়ায় আটকা পারে। নৌযানটি মূল চ্যানেল থেকে প্রায় দেড়শ মিটার দুরে ডুবো চড়ায় আটকে আছে। নিজস্ব ব্যবস্থায় ভড়া জোয়ারসহ দিনভর চেষ্টা করেও অস্ট্রিচকে উদ্ধার করা সম্ভব হয়নি। বরিশাল বন্দরে বিআইডবিøউটিএ’র টাগ থাকলেও সংস্থাটির স্থানীয় ও উর্ধতন কর্তৃপক্ষ তার সাহায্য নিয়ে নৌযানটি উদ্ধারের কোন উদ্যোগ গ্রহন করেনি।
তবে এ ব্যাপারে গতরাতে বিআইডবিøউটিসি’র এরিয়া ম্যানেজার জানান শেষ রাতে ঢাকা থেকে বরিশাল হয়ে মোড়েলগঞ্জগামী ‘এমভি মধুমতি’ জাহাজটি অকুস্থলে পৌছে অষ্ট্রিচকে উদ্ধারের চেষ্টা করবে। খুলনাগামী প্রথম শ্রেণীর কেবিন যাত্রীরা ফিরতি টিকেট গ্রহন করায় তারা নৌযানটিতেই অবস্থান করছে বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ