Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে কোটি টাকা মূল্যের জমি দখলের পাঁয়তারা

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ঢাকার সাভারে কোটি টাকা মূল্যের জমি দখলের পাঁয়তারা করছে ভুমিদস্যু চক্র। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাভার পৌর এলাকার বক্তারপুর মহল্লার বাসিন্দা আব্দুর গফুরের মালিকানাধীন বাড্ডা ভাটপাড়া মৌজার ৫২শতাংশ জমি একটি ভূমিদস্যু চক্র ভয়ভীতি দেখিয়ে দখলের চেষ্টা করে।
আব্দুল গফুর অভিযোগ করে বলেন, গত বুধবার রাতের আধারে ভুমিদস্যু মোখলেছ মিয়ার নেতৃত্বে তার দলবল জমিতে সীমানা প্রাচীর দেয়ার চেষ্টা করে। তখন বাধা দিলে তারা মারধর করে আমাদের সরিয়ে দেয়। এছাড়াও হত্যাসহ নানা ক্ষতিসাধনের হুমকি দেয়। খবর পেয়ে রাতেই সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম জানান, এঘটনায় আব্দুল গফুর বাদী হয়ে সাভার মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনহত ব্যবস্থা নেয়া হবে।
তবে দখলের চেষ্টাকারী মোখলেছ মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ