রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহের সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন শরীর ও মনকে সুস্থ রাখার জন্য শারীরিক ব্যায়াম বিশেষ কার্যকরী। বিশেষ করে ছাত্রদের মেধার পরিস্ফুটনের জন্য নিয়মিত শারীরিক ব্যায়াম ও অনুশীলনের বিকল্প নেই। তবে শারীরিক ব্যায়াম ও ক্রীড়া প্রতিযোগীতা যেন নৈতিকতা বিবর্জিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বর্তমান সময়ে ছাত্রসমাজকে ধর্মহীন, নৈতিকতা বিবর্জিত শিক্ষার দিকে ঠেলে দিতে এক ধরনের নামধারী বুদ্ধিজীবিরা নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে। তাদের এ ধরনের অপতৎপরতা ও অপসংস্কৃতির মোকাবেলা করতে সুস্থ সংস্কৃতি চর্চার বিকল্প নেই। তিনি গত বুধবার সিলেট উপশহরস্থ শাহজালাল মডেল মাদরাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটনের ডেপুটি পুলিশ কমিশনার ফয়সল মাহমুদ, ২২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মিছবাহ উদ্দিন। শাহজালাল মডেল মাদরাসার চেয়ারম্যান লবিবুর রহমানের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক এনাম উদ্দিন আহমদের উপস্থাপনায় বক্তব্য রাখেন শাহজালাল মডেল মাদরাসার ফাইন্যান্স ডাইরেক্টর মাওলানা আব্দুল মুকিত, শাহজালাল মডেল মাদরাসার ডাইরেক্টর, দি কুরআনিক হোম এসোসিয়েটস ইন্টারন্যাশনালের এম.ডি কামরুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর ইমদাদ উল্লাহ, শাহজালাল মডেল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা বদরুল ইসলাম, ভাইস প্রিন্সিপাল মাওলানা মোতাহির হোসাইন। দশম শ্রেণির ছাত্র সাদমান হোসেন ইমনের কুরআন তেলাওয়াত ও অষ্টম শ্রেণির ছাত্র মহিউদ্দিন তালুকদারের নাতে রাসূল পরিবেশন করে। আরো উপস্থিত ছিলেন মাওলানা মহিউদ্দিন, মাওলানা আব্দুল বাসিত, আশরাফ সিদ্দিকী, জামিল আহমদ. আলফাতুন মিয়া, হেলাল আহমদ, রাকিদ হাসান, হাফিজ তাফাজ্জুল হক প্রমুখ। অনুষ্ঠান শেষে শতাধিক প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।