Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৯

নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

এবারের অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমানের পরীক্ষায় নেছারাবাদে প্রথমদিনে ৯জন পরীক্ষার্থী অনুপস্থিত হয়েছে। জেনারেল শাখায় ৫ এবং মাদরাসার দাখিলে ৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে জানা গেছে। সুষ্ঠু ও শান্তি শৃঙ্খলা পরিবেশে জেনারেল ৫, ভোকেশনাল ৩ এবং মাদরাসার ২টি কেন্দ্র মিলিয়ে মোট ১০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে জেনারেল শাখায় ছাত্র ২জন, ছাত্রী সংখ্যা ৩। এছাড়া মাদরাসার দাখিলে অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ৩জন ছাত্র এবং ১জন ছাত্রী রয়েছে।

এবারের এসএসসি ভোকেশনাল ও মাদরাসা সমমানের পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ হাজার তিনশ ৯২ জন। এর মধ্যে জেনারেল শাখায় ২,৬৪২, ভোকেশনাল ৩০১ এবং মাদরাসায় ৪৪৩জন পরীক্ষার্থী। গতকাল প্রথমদিনের পরীক্ষায় ছাত্র/ছাত্রী মিলিয়ে মোট ৯জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ