Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইটভাটা তৈরি না করার দাবি

লোহাগাড়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ধলিবিলা গ্রামে লোকালয়, সামাজিক বনায়নের পাশেই ও দু’ফসলা জমির উপর ইটভাটা তৈরি করতে যাচ্ছে একটি প্রভাবশালী মহল। চন্দনাইশ এলাকার মোহাম্মদ আলী নামক এক ব্যক্তি ভাটা তৈরির ব্যয়ভার বহন করলেও স্থানীয় বেশ কিছু প্রভাবশালী তার পক্ষ হয়ে কাজ করার কারণে এলাকাবাসী প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। ইতোমধ্যে ভাটা বন্ধের দাবিতে এলাকাবাসী ২ শতাধিক লোকের স্বাক্ষরিত একটি লিখিত আবেদন ইতোমধ্যে সংশ্লিষ্ট উর্ধ্বতন মহলে প্রেরণ করেছেন। এরই প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাটা তৈরির কাজ বন্ধ করার জন্য নির্দেশ দিয়ে আসলেও ভাটা তৈরির কাজ চলছে পুরোদমে। এতে জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

আব্দুল মাবুদ বলেন, লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের পূর্ব ধলিবিলা আমাদের এই গ্রামেই ছিল দক্ষিণ চট্টগ্রামের একমাত্র মুক্তিযোদ্ধা ক্যাম্প। গ্রামের সকলেই কৃষি নির্ভর। গ্রামের পাশেই রয়েছে সামাজিক বনায়ন। এছাড়াও জমিগুলো সব দু’ফসলা। কিন্তু বর্তমানে আমাদের চাষাবাদের জমির উপর জোর করে রাস্তা তৈরি করে ইটভাটায় গাড়ি যাতায়াত করছে। এতে এ বছরই অনেক চাষাবাদের জমি পরিত্যক্ত হয়ে পড়েছে। এছাড়াও অতিরিক্ত ওজনের মাল বহন করার কারণে হাঙ্গর খালে ৬০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ব্রীজের গোড়ায় ফাটল ধরেছে। যদি এই এলাকায় ইটভাটা স্থাপন হয় আমাদের কৃষকের পাশাপাশি সামাজিক বনায়নের উপর প্রভাব পড়বে। এছাড়াও গ্রামীণ আধা কাচা সড়কগুলো সম্পূর্ণ চলাচলের অযোগ্য হয়ে পড়বে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ