রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় অবসর প্রাপ্ত পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনা স্থল থেকে ঘাতক ট্রাক ও ড্রাইভারকে আটক করেছে। গত বুধবার রাত ৮টা ১০মিনিটে পার্বতীপুর শহরতলীর হলদীবাড়ি রেলগেটে এই দুর্ঘটনা ঘটে। পার্বতীপুর রেলওয়ে থানার ওসি মীর মো. মনিরুল ইসলাম জানান, পার্বতীপুর রেলওয়ে এলাকার হলদীবাড়ি রেলওয়ে গেটে সড়ক দুর্ঘটনায় অবসর প্রাপ্ত পুলিশ সদস্য ইদ্রিস আলী (৬৫) ঘটনা স্থলে মৃত্যুবরণ করেন। সে পার্বতীপুর উপজেলার পলাশ বাড়ি ইউনিয়নের চকমুশা গ্রামের সাবের আলীর পুত্র। ঘটনার দিন রাত ৮টা ১০মিনিটে হলদীবাড়ি এলাকায় স-মিল থেকে সাইকেল যোগে গ্রামের বাড়িতে ফেরার পথে পিছন দিক থেকে আসা একটি গরু বোঝাই ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রেলওয়ে থানা পুলিশ ঘটনা স্থল থেকে ঘাতক ট্রাকসহ ও ড্রাইভার আরজেদ আলী (৪২) কে আটক করেছে। ড্রাইভার আরজেদ আলী রাজশাহী জেলার শাহ মকদুম থানার চন্দ্রপুকুর এলাকায় আবুল কাশেমের পুত্র। এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।