Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পর্যটকদের নিরাপত্তায় কক্সবাজারে আটক ১৫

| প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

কক্সবাজার ব্যুরো : সদ্য যোগদানকরা কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকারের নেতৃত্বে পর্যটন শহর কক্সবাজারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গতকাল রাতভর অভিযান চালিয়ে সদর থানা পুলিশ সাজাপ্রাপ্ত আসামিসহ ২৫ জনকে আটকর করেছে। অভিযানে অরো ছিলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুল আজম, পুলিশ পরিদর্শক (অপারেশন্ অ্যান্ড কমিউনিটি পুলিশিং) মো. মাইন উদ্দিন, পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) মো. খায়রুজ্জামান, পুলিশ পরিদর্শক (নিঃ) মো. আতিকুর রহমান, এসআই মো. খালেদ, এসআই মো. আতিকুর রহমান, এসআই দেবব্রত রায়, এসআই সনজীত চন্দ্র রায়, এসআই মো. আক্তারুজ্জামান, এসআই দীপক কুমার সিংহ, এসআই মো. মনির হোসেন, এএসআই দেলোয়ার হোসেন, এএসআই দীন মোহাম্মদ। পুলিশ সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ একজন ছিনতাইকারী, জিআর পাঁচটি ও সিআর ছয়টি সর্বমোট ১৫ জন গ্রেফতারি পরোয়ানার পলাতক আসামি গ্রেফতার করেন।
অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন খন্দকার জানান, অব্যাহত অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত পলাতক আসামিসহ থানা এলাকার ছিনতাইকারীদের গ্রেফতারপূর্বক আইনের এলাকার জনসাধারণ ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিত করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ