Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর হাতে ঝর্ণা বেগম (৩১) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার দিবাগত রাতে শ্বাসরোধ করে হত্যার পর গতকাল বৃহস্পতিবার সকালে জেলা শহরের পুরাতন জেলা রোডস্থ একটি বেসরকারি ক্লিনিকে লাশ নিয়ে আসে স্বামী বিল্লাল মিয়া। পরে ওই ক্লিনিক থেকে পুলিশ বিল্লালকে আটক করে। নিহত ঝর্ণা জেলার আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়ন নাওঘাট গ্রামের মৃত আবদুর রাজ্জাকের মেয়ে। তিনি দুই সন্তানের জননী। নিহত ঝর্ণার ভাই হেলাল উদ্দিন জানান, দুই বছর আগে প্রবাস থেকে ফিরে আরেকটি বিয়ে করেন। এরপর থেকেই ঝর্ণার উপর অমানবিক নির্যাতন চালাতে তাকে বিল্লাল। দুই সন্তান ও ঝর্ণার ভরণপোষণে কোনো আর্থিক সহায়তা দিত না সে। এসব বিষয় নিয়ে প্রায়ই দুজনের মধ্যে ঝগড়া লেগে থাকত। এসব বিষয় নিয়ে একাধিকবার সালিশও হয়েছে। সমাধানও হয়েছে। কিন্তু বুধবার দিবাগত মধ্যরাতে বিল্লাল শ্বাসরোধ করে হত্যার পর গতকাল সকালে লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ডাচবাংলা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ জানান, পারিবারিক কলহের জের ধরেই ঝর্ণাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ