রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নরসিংদীর বাদুয়ারচরের কুখ্যাত সন্ত্রাসী সাদেক ধরা পড়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের এসআই রুপম সরকার তাকে ব্রাহ্মন্দীর মোড় থেকে গুলি ও পিস্তলসহ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে খুন, ডাকাতি, চাঁদাবাজী, অপহরণ ও মাদকসহ বহুসংখ্যক মামলা রয়েছে। গ্রেফতারকৃত সাদেক বাদুয়ারচর এলাকার মৃত আলাউদ্দিন মেম্বারের পুত্র। সে ২০১৬ সালের ২৩ মে রাতে বাদুয়ারচরের এবাদুল্লাহ নামে এক ব্যক্তিকে নিমর্মভাবে হত্যা করে। হত্যা করার পরও সে নিহত এবাদুল্লাহর আত্মীয়-স্বজনকে অস্ত্র দেখিয়ে মামলা প্রত্যাহর করার জন্য হুমকি-ধমকি দেয়। সে একজন কুখ্যাত অস্ত্রবাজ ও চাঁদাবাজ। তার অস্ত্রের ভয়ে এলাকার কোন মানুষ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। গত বুধবার সন্ত্রাসী সাদেক পিস্তল নিয়ে ছিনতাই করার চেষ্টাকালে গোপন সূত্রে খবর পেয়ে নরসিংদী ডিবি পুলিশের এসআই রুপম সরকার তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। বলা বাহুল্য যে, সন্ত্রাসী সাদেকরা ৭ ভাই। তার বড় ভাই আলতাফ হাজীপুর ইউনিয়ন পরিষদের সদস্য। এই আলতাফ মেম্বার, খবির, সাদেক, ফারুক ও শহীদ নামে ৫ ভাইয়ের বিরদ্ধেই কমবেশী ৩০ থেকে ৩৫ টি মামলা রয়েছে। এলাকার একজন গডফাদারের ছত্রছায়া থাকার কারণে কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।