Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাউজান উত্তরসর্তা গাউছিয়া হাফেজিয়া মাদরাসায় সালানা জলসা

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

রাউজান উত্তরসর্তা গাউছিয়া হাফেজিয়া সিনিয়র মাদরাসা ও এতিমখানার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.), ফাতেহায়ে ইয়াজদাহুম, খতমে ছহিহ্ বুখারি শরিফ ও ৪৬তম সালানা জলসা গত মঙ্গলবার দিন ও রাতব্যাপী মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হয়। এতে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি আলহাজ মোহাম্মদ ইকবাল চৌধুরী। আাল্লামা জসিম উদ্দিন আবেদীর পরিচালনায় এতে তকরির করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়ার প্রধান ফক্বিহ আলহাজ আল্লামা মুফতি আব্দুল ওয়াজেদ। এতে আখেরি মোনাজাত করেন জামেয়া আহমদিয়ার শায়খুল হাদিস আলহাজ আল্লামা হাফেজ মুহাম্মদ সোলায়মান আনছারী। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন পীরে তরিকত হজরতুলহাজ অ্যাডভোকেট মুহাম্মদ আবু বকর ছিদ্দিক্বী (মজিআ)। প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদরাসার শায়খুল হাদীস আলহাজ আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী (মজিআ)। তকরির করেন অধ্যক্ষ আল্লামা আহমদ হোসাইন আল্ কাদেরী, আল্লামা আহমদ রেজা খান। এতে বক্তব্য রাখেন চাদপুর জেলার শাহরস্থী উপজেলার ইউএনও হাবিবুল্লাহ মারুফ। মাদরাসার বার্ষিক প্রতিবেদন পেশ করেন মাদরাসার অধ্যক্ষ ও সচিব আলহাজ আমীর আহমদ আনোয়ারী। এতে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক এম বেলাল উদ্দিন, মাওলানা নুরুল ইসলাম নক্সবন্দি, অধ্যক্ষ ইব্রাহীম নঈমী, উপাধ্যক্ষ আল্লামা কাজী সাইদুল আলম খাকী, আল্লামা ওবায়দুন্নাছের নঈমী, ইউপি সদস্য মুহাম্মদ সরোয়ার উদ্দিন, আলহাজ আবু আহমদ সওদাগর, আল্লামা নুরুল মোনাওয়ার চৌধুরী, অধ্যক্ষ আল্লামা রফিক আহমদ ওসমানী, রাউজান উপজেলা জমিয়তুল মোদার্রেছীনের সভাপতি অধ্যক্ষ আলহাজ আল্লামা হাফেজ আবু জাফর, মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ আব্দুল মান্নান, সুপার আল্লামা ইউনুছ প্রমুখ। এতে পাঁচজন হেফজ সমাপ্ত ছাত্রকে দস্তারে ফজিলত প্রদান করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ