Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বর্ণীল আয়োজনে শিল্পী সমিতির বনভোজন অনুষ্ঠিত

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:১৪ এএম | আপডেট : ১২:০০ এএম, ২ ফেব্রুয়ারি, ২০১৮

আশিক বন্ধু: বছরের একটা দিন সবাই প্রাণের আড্ডায় মশগুল হবেন, মিলনমেলায় শামিল হবেন- এমন প্রত্যাশা থাকে চলচ্চিত্র শিল্পীদের মধ্যে। এ প্রত্যাশার মধ্যেই গত মঙ্গলবার অনুষ্ঠি হয়ত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজনে। ঢাকার অদূরে গাজীপুরের মেঘবাড়ী রিসোর্টে জমকালো আয়োজনে বনভোজন হয়। চলচ্চিত্রের সিনিয়র ও নবীন শিল্পীদের অংশগ্রহণে পুরো বনভোজন লোকেশন বর্ণীল হয়ে ওঠে। আনন্দ আর উল্লাস ছড়িয়েছে চারদিক। শিল্পীদের কুশল বিনিময়, ফুলেল শুভেচ্ছা, গান, নাচ, গল্প-আড্ডা, ফটোসেশন, সেলফিতে মুখরিত হয় পুরো অনুষ্ঠানস্থল। বিশেষ করে সিনিয়র শিল্পীদের অংশগ্রহণে পুরো আয়োজন উজ্জ্বল হয়ে ওঠে। বনভোজনে অংশগ্রহণ করেন চিত্রনায়ক ফারুক, ববিতা, সোহেল রানা, আলমগীর, সুচন্দা, চম্পা, নূতন, আলীরাজ, অঞ্জনা, অরুণা বিশ্বাস, ডিপজল, রানী সরকার, খালেদা আক্তার কল্পনা, আনিস, মিশা সওদাগর, শাবনাজ, নাইমসহ অনেকে। সিনিয়র অভিনয় শিল্পীদের আগমন ছিল চোখে পড়ার মতো। সিনিয়র শিল্পীরা এই প্রজন্মের শিল্পীদের কাছে টেনে নেন, তাদের পরামর্শ ও কাজের বিষয়ে খোঁজ খবর নেন। আনন্দ-আড্ডার মধ্য দিয়ে র‌্যাফেল ড্র, দড়ি খেলা, সাপখেলা, আতশবাজি, ফানুস সহ নানা আয়োজন ছিল বনভোজনে। ফারুক বলেন, ‘এমন সময় সবাইকে এক করা মানে পুরনো দিনগুলো ফিরে পাওয়ার মতো। আজকের বনভোজনের সার্থকতা এখানেই যে, সবার অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয়েছে দিনটি। আশা করছি, এমন সুদিন ও ভাল সময় সিনেমাতেও ফিরে আসবে। শিল্পী সমিতির সাধারন সম্পাদক জায়েদ খান বলেন, ‘আমি সবার ভালবাসা ও সহযোগিতায় ধন্য। এমন জমজমাট মিলনমেলা আশা করেছিলাম, তা পূরণ হয়েছে। বিশেষ করে আমাদের অভিভাবক সিনিয়র শিল্পীদের অংশগ্রহণ পুরো বনভোজনকে উজ্জ¦ল করে তুলেছে। দুপুরের খাবারের পরপরই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরুতেই গান পরিবেশন করেন প্রতীক হাসান। তারপর রবি চৌধুরী, আসিফ আকবর, মম সহ অনেকের গানে মাতোয়ারা হয়ে উঠেন শিল্পী পরিবার। রবি চৌধুরী মধু খই খই আঁরে বিষ খাওয়াইলা গানটি গেয়ে বেশ জমিয়েছেন। আসিফ আকবরের বেশ বেশ বেশ সাবাশ বাংলাদেশ, তারপর ও প্রিয়া তুমি কোথায় গানের সাথে স্টেজে কন্ঠ মিলিয়েছেন চিত্রনায়িকা শাবনূর, রিয়াজসহ অনেকে। এমন চমক দেখে সবাই পুলকিত হয়ে উঠেন। নায়ক রুবেল ও চিত্রনায়ক সাইমনও গান পরিবেশন করে মাতিয়েছেন। নৃত্য পরিচালক আজিজ রেজার দলের নাচ ছিল উল্লেখ্যযোগ্য। তারপর মাইকেল বাবুর কোরিওগ্রাফিতে জমজমাট নাচ হয়। নাচে অংশগ্রহণ করেছেন বিপাশা কবির- সানজু, দিপালী, নাদিম, আসিফ নুর, অধরা  খান, জয় চেীধুরী, রোমানা নীড়, শিপন মিত্র, দিপালী, নাদিম, শিরিন শিলা, আমান রেজা, তানিন সুবহাসহ অনেকে। রাত ৯ টার মধ্যে পুরো দিনের আনন্দের রেশ নিয়ে বনভোজনের সমাপ্তি টানেন শিল্পী পরিবার।



 

Show all comments
  • আবির ১ ফেব্রুয়ারি, ২০১৮, ৩:৩২ এএম says : 0
    একটা ভালো অনুষ্ঠান হয়েছে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ