বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইল জেলা সংবাদদাতা : টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে কলেজ ছাত্রী জাকিয়া সুলতানা রুপাকে গণধর্ষণ ও হত্যা মামলার রাষ্টপক্ষের যুক্তিতর্ক সমাপ্ত হয়েছে। আজ বৃহস্পতিবার আসামী পক্ষে যুক্তিতর্কে দিন ধার্য্য করেছে আদালত। এদিকে আদালত প্রাঙ্গনে রুপা হত্যার আসামীদের ফাঁসি দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করছে মানবাধিকার আইনজীবি পরিষদ। গতকাল বুধবার সকালে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আবুল মনসুর মিয়া আসামীদের উপস্থিতিতে জাকিয়া সুলতানা রুপাকে গণধর্ষণ ও হত্যা মামলার রাষ্ট্রপক্ষে বিচারিক কার্যক্রম সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে। আসামীরা হলেন, ছোঁয়া পরিবহনের চালক হাবিবুর ও সুপারভাইজার সফর আলী এবং হেলপার শামীম, আকরাম ও জাহাঙ্গীর। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিষেশ পি.পি. এডভোকেট নাছিমুল আক্তার, রাষ্ট্রপক্ষে সহায়তা করেন মানবাধিকার কমিশনের আইনজীবি এস আকবর খান, মানবাধিকার কর্মী এডভোকেট এম এ করিম মিয়া ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।