বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোর ব্যুরো ঃ বেনাপোল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাসের বাঙ্কারে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল ফেনসিডিল। কিন্তু গোপন খবরের ভিত্তিতে পুলিশ তা ধরে ফেললো। আটক করা হলো বাসটির দুই স্টাফসহ তিনজনকে। পুলিশ বলছে, দেশ ট্রাভেলসের বেনাপোল-ঢাকা রুটের যাত্রীবাহী একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১৪-৯৭৬৬) বিশেষ কায়দায় ফেনসিডিল বহন করা হচ্ছে বলে তাদের কাছে খবর ছিল। সেই অনুযায়ী শহরের প্রবেশমুখ চাঁচড়া চেকপোস্টে অবস্থান নেয় পুলিশ। গতকাল বুধবার বেলা সাড়ে ১২টার দিকে গাড়িটি এলে সেটিকে আটকে নিয়ে যাওয়া হয় পুলিশ লাইনে। তল্লাশি করে মেলে ১৯৫ বোতল ফেনসিডিল। এগুলো বাসের বাঙ্কারের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল। স্ক্রু-ড্রাইভার দিয়ে বাঙ্কার খুলে সেগুলো আবিষ্কার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।