Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

| প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইউনানী মেডিসিন, সার্জারি, নার্সিং কোর্স কারিকুলাম প্রক্রিয়া চলছে -ভিসি প্রফেসর ডা. মাসুম হাবিব
রাজশাহী ব্যুরো : রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. মাসুম হাবিব বলেছেন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্যাচেলর অফ ইউনানী মেডিকেল এন্ড সার্জারি কোর্স এবং ব্যাচেলর অফ নার্সিং শিক্ষা কোর্সের কারিকুলাম যুগপযোগী করার প্রক্রিয়া চলছে। অধিভূক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য পরবর্তী শিক্ষাবর্ষ থেকেই সিজিপিএ সিষ্টেম চালুর খসড়াও ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। গতকাল সকালে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে বেসরকারী মেডিকেল ডেন্টাল নার্সিং কলেজ ও মেডিকেল প্রতিষ্ঠানের সমূহের প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে ভিসি এসব কথা বলেন। সভায় রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আনোয়ার হাবিব, বারিন্দ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. বিকে দাম, টিএমএসএস মেডিকেল কলেজের এমডি হোসেনে আরা বেগম, রাজশাহী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. জাওয়াদুল হকসহ বিভিন্ন মেডিকেল ডেন্টাল নার্সিং কলেজ মেডিকেল প্রতিষ্ঠান সমূহের প্রধানগণ তাদের পরামর্শ মূলক বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ