বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : ব্যবসায়ী পিতার কাছ থেকে চাঁদা না পেয়ে ছেলেকে গুলি করে খুনের দায়ে চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদÐ এবং ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদÐের আদেশ দেয়া হয়েছে। গতকাল (বুধবার) চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুন্সী আব্দুল মজিদ এই রায় দিয়েছেন। দÐিতরা হলেন, জামাল উদ্দিন, আলমগীর, মোঃ লোকমান ও মোঃ জামাল উদ্দিন। তারা সবাই জামিনে গিয়ে পালিয়ে গেছেন বলে জানান অতিরিক্ত জেলা পিপি বি কে বিশ্বাস।
মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ৮ জুলাই রাতে সীতাকুÐের বড় কুমিরা বাজারের স্বর্ণ ব্যবসায়ী বাবুল কান্তি ধর দোকান থেকে বাসায় যাওয়ার পথে সন্ত্রাসীদের আক্রমণের শিকার হন। এসময় বাবুলের চিৎকারে বড় ছেলে সুমন কান্তি ধর বাসা থেকে বেরিয়ে এলে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। চাঁদা না দেয়ায় এ খুনের ঘটনা ঘটে। ঘটনার পরদিন বাবুল বাদি হয়ে সীতাকুÐ থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত করে ২০০৬ সালের ২৫ মে চারজনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।