Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

নালিতাবাড়ীতে নারীর খÐিত লাশ উদ্ধার : সহযোগীসহ মুলহোতা মাসুদ গ্রেফতার

| প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

শেরপুর জেলা সংবাদদাতা : শেরপুরের নালিতাবাড়ীতে নারীকে হত্যার পর লাশ টুকরা করে গুম করার চেষ্টা মামলার মুল হোতা মাসুদ মিয়া (৩৪) ও তার আরেক সহযোগী আব্দুস সাত্তারকে (১৯) পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার ভোরে ঢাকার দক্ষিণ খান এলাকার একটি ভাড়াটিয়া বাসা থেকে মাসুদকে গ্রেপ্তার করা হয়। তার আগে রাতে নালিতাবাড়ীর চাঁদগাও গ্রামের চাহাপাড়ার বাড়ী থেকে শহর আলীর ছেলে আব্দুস সত্তারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাসুদ চাঁদগাও গ্রামের আব্দুল খালেকের ছেলে।
সহকারী পুলিশ সুপার (এএসপি) নালিতাবাড়ী সার্কেল মো. জাহাঙ্গীর আলম এ দু’জনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১ ফেব্রæয়ারি বৃহস্পতিবার পুলিশ হেফাজতে জিঙ্গাসাবাদের জন্য রিমান্ডের আবেদন সহ মাসুদ ও সাত্তারকে বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ