বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনা জেলা সংবাদদাতা : পাবনার বেড়া উপজেলাধীন আমিনপুর থানার ঢালারচরে চরমপন্থি দলের নেতা জুলহাস বাহিনীর প্রধান জুলহাস মন্ডল(৪২) কথিত বন্দুকযুদ্ধে মধ্যে ক্রস ফায়ারে পড়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। পুলিশের দাবি সে বন্দুকযুদ্ধে মারা গেছে। ঘটনাস্থল থেকে দুইটি দেশীয় ওয়ান স্যুটারগান(স্বয়ংক্রিয়), ৭ রাউন্ড বন্দুকের তাজা কার্তুজ ও ৬ রাউন্ড বন্দুকের গুলির খোসা, একটি দেশীয় তৈরী পয়েন্ট টুটুবোর পিস্তল, এক রাউন্ড .২২ বোর পিস্তলের গুলি ও একটি খালী খোসা, এবং দুইটি রামদা ও একটি ছোরা উদ্ধার করা হয়। বন্দুকযুদ্ধ চলাকালে পুলিশের ৪জন সদস্য আহত হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এই ঘটনা ঘটে। নিহত জুলহাস আমিনপুর থানার দড়িরচর মন্ডলপাড়া গ্রামের জসিম ওরফে জেসেম মন্ডলের পুত্র। পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম সাংবাদিকদের জানান, বেশ কয়েকটি মামলার পলাতক আসামী, দুর্ধর্ষ সন্ত্রাসী ও চরমপন্থি নেতা জুলহাস মন্ডলকে অতি সম্প্রতি ঢাকা থেকে ডিএমপির নিউ মার্কেট থানা পুলিশ গ্রেপ্তার করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।