Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফার্স্ট ন্যাশনাল কমপ্লায়েন্স কার্নিভ্যাল

| প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : দেশের তৈরি পোশাক শিল্পসহ বিভিন্ন শিল্পখাতে কর্মরত কমপ্লায়েন্স ও মানবসম্পদ পেশাজীবীদের নিয়ে প্রথমবারের হতে যাচ্ছে ‘ফার্স্ট ন্যাশনাল কমপ্লায়েন্স কার্নিভ্যাল’।
আগামী ২০ এপ্রিল ‘লেটস থিংক বিজনেস ইথিক্যালি’ প্রতিপাদ্য নিয়ে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই কার্নিভ্যাল।
গতকার বুধবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কার্নিভ্যাল আয়োজনের ঘোষণা ও বিস্তারিত জানিয়েছেন আয়োজক প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউিট অব কমপ্লায়েন্স প্রফেশনালস (আইসিপি)’।
সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির আহ্বায়ক শায়লা আশরাফ জানান, ১২ হাজার ডলারের রফতানি আদেশ দিয়ে শুরু হওয়া আমাদের পোশাক শিল্প আজ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পোশাক রফতানিকারক দেশ। বর্তমানে পোশাক রফতানি ২৬ বিলিয়ন ডলার ছাড়িয়ে ২০২১ সালের মধ্যে ৫০ বিলিয়ন ডলারের স্বপ্ন দেখছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আরএমজি টাইমস-এর সম্পাদক ও প্রকাশক আব্দুল আলিম, সিনিয়র সিএসআর পরামর্শক লুৎফুল কবীর প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ