Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এলআরবি ও দুই ব্যান্ড দলের ওপেন এয়ার কনসার্ট

| প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: দেশের তিনটি জনপ্রিয় ব্যান্ড নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে রক অন ঢাকা নামে ওপেন এয়ার রক কনসার্ট। এতে অংশ নেবে আইয়ূব বাচ্চু ও তার দল এলআরবি। সঙ্গে থাকছে আর্টসেল ও আর্বোভাইরাস। ২ ফেব্রæয়ারি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার এক্সপো জোনে অনুষ্ঠিত হবে কনসার্টটি। দুপুর ৩টা থেকে শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত। কনসার্টের আয়োজনে রয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট কো¤পানি উইজার্ড শোবিজ ও আইআরবি ইভেন্ট। উইজার্ড শোবিজের কর্ণধার আরিফুজ্জামান রাসেল জানান, রক অন ঢাকা কনসার্টে পারফর্ম করবে এলআরবি, আর্টসেল, আর্বোভাইরাস। সাউন্ড-লাইটের সুন্দর একটি অ্যারেঞ্জমেন্ট নিয়ে আমরা কনসার্টটি আয়োজন করতে যাচ্ছি। টিকিটের মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। অনলাইনে টিকিট কেনা যাবে দারাজ থেকে। এছাড়াও টিকেট পাওয়া যাবে বিএফসির সকল আউটলেটে। সরাসরি টিকিট পাওয়া যাবে আইআরবির ফেসবুক পেজে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ